ইন্টারনেট অ্যাক্সেসে বৈষম্য চলবে না, পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ ট্রাই-এর
নয়াদিল্লি: ওয়েব অ্যাক্সেস প্রদানের ক্ষেত্রে কোনও বৈষম্য না করতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির উদ্দেশে সুপারিশ করল ট্রাই। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কোনওভাবেই কোনও অ্যাপ, ওয়েবসাইট ও পরিষেবাকে বিশেষ সুবিধা দেওয়া বা ব্লক করা চলবে না।
নেট নিউট্রালিটি নিয়ে বহু-প্রতিক্ষিত সুপারিশের মাধ্যমে ইন্টারনেটকে ওপেন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। গতবছরই ভিন্ন মূল্যের মাধ্যমে নেট অ্যাক্সেসকে নিষিদ্ধ করেছে ট্রাই। এবার তারা বর্তমান লাইসেন্স প্রদানের প্রক্রিয়া এমনভাবে লাগু করতে উদ্যোগী হয়েছে যাতে ইন্টারনেটের অ্যাক্সেসে সীমাবদ্ধতা না থাকে।
ট্রাই-এর প্রস্তাব গৃহীত হলে কোনও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পক্ষে ওয়েব ট্রাফিককে ইচ্ছামতো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া সম্ভব হবে না। তা সে কম্পিউটার হোক বা ল্যাপটপ ও মোবাইল ফোনে। এর ফলে, বেশি দাম দিয়েও কেউ ওয়েব অ্যাক্সেসের ব্যান্ডউইথ ধরে রাখতে পারবে না।