এক্সপ্লোর
Advertisement
অন্ধ্রপ্রদেশে লিঙ্গ পরিবর্তনকারীদের বাড়ি, পেনশন দেবে সরকার
অমরাবতী: লিঙ্গ পরিবর্তনকারীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। এখন থেকে তাঁদের প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়া তাঁদের রেশন কার্ড ও বাড়ি দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
জেলাশাসকদের সম্মেলনে চন্দ্রবাবু বলেছেন, ‘লিঙ্গ পরিবর্তনকারীরা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন, তার জন্য তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
২০১৪ সালের এপ্রিলে এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট লিঙ্গ পরিবর্তনকারীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়। তাঁদের ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। লিঙ্গ পরিবর্তনকারীদের পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের সুযোগ দিয়ে তাঁদের সমাজের মূলস্রোতে নিয়ে আসার জন্যও সরকারকে নির্দেশ দেয় আদালত। এরপর কয়েকটি রাজ্য লিঙ্গ পরিবর্তনকারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে। এবার অন্ধ্র সরকারও সেই পথেই হাঁটল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement