পুলিশে মহিলাদের ১০ শতাংশ সংরক্ষণ, নতুন নিয়োগ-নীতি ত্রিপুরা সরকারের
আগরতলা: রাজ্যের নিয়োগ-নীতিতে বড়সড় বদল আনল বিজেপি-শাসিত ত্রিপুরা সরকার। সরকারি চাকরিতে মহিলাদের জন্য পৃথক সংরক্ষণ নিশ্চিত করা হল।
শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথের দাবি, নতুন নিয়োগ নীতির ফলে সরকারি চাকরিতে স্বচ্ছতা আসবে। তিনি জানান, পূর্বতন বামফ্রন্ট সরকারের নিয়োগ-নীতির খোলনলচে বদলে ফেলা হয়েছে। বলেন, বর্তমান নিয়োগ নীতিকে বাতিল করেছি। নতুন নীতির ফলে সরকারি চাকরি নিয়োগে স্বচ্ছতা আসবে।
ইতিমধ্যেই, নতুন নিয়োগ-নীতিকে অনুমোদন করেছে ত্রিপুরা মন্ত্রিসভা। মন্ত্রী বলেন, চাকরিতে কোনও তোষামোদগিরি চলবে না। একমাত্র যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন এবং প্রশাসনের অংশ হবেন। রতনলাল মনে করিয়ে দেন, নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেইমতো, নতুন নীতি প্রণয়ন করা হল।
কৃষি ও পরিবহণ মন্ত্রী প্রণজিত সিংহ রায়ের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতো না। যে কারণে, নিয়োগ-পক্রিয়া পক্ষপাতদুষ্ট ছিল। তিনি জানান, এখন থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদের জন্যও লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার দায়িত্বে থাকবে পথক নিয়োগ-প্রতিষ্ঠান, যা শীঘ্রই গঠন করা হবে।
পাশাপাশি, সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রশাসন। এবার থেকে রাজ্য পুলিশে ১০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হল। সম্প্রতি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। প্রণজিত জানান, এখনও পর্যন্ত মহিলাদের জন্য কোনও সংরক্ষণ ছিল না। এবার পুলিশের সব শ্রেণিতে মহিলাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই।