এক্সপ্লোর
Advertisement
ডেরা চিফের ডেরা থেকে সাধ্বীদের হোস্টেল- মিলল গোপন সুড়ঙ্গ
সিরসা: গুরমিত রাম রহিম সিংহ চাইলেই চলে যেতে পারতেন ডেরা সাচা সৌদার সাধ্বীদের হোস্টেলে। হরিয়ানার সিরসায় ডেরা সদর দফতর তল্লাশি চালিয়ে এ ব্যাপারে অকাট্য প্রমাণ পেয়েছে সরকারি দল। ডেরা প্রধানের বিলাসবহুল আবাস থেকে সাধ্বীদের হোস্টেলে যাওয়ার জন্য একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে তারা।
এই সুড়ঙ্গ মানে অন্ধকার ঘুটঘুটে, ইঁদুর বাদুড়ে ঠাসা ভুলভুলাইয়া নয়। এর মধ্যে চারটে ঘর আছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম। এর চেহারাটা অনেকটা জানালার মত। তবে দৈর্ঘ্য, প্রস্থ সম্পর্কে কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, অনাথ মেয়েদের ওয়ার্ডেনের ঘরেও এমন একটা গোপন রাস্তার সন্ধান মিলেছে যা গিয়ে মিলছে অনুগামীরা যেখানে বসতেন, সেই বিরাট হলে। আলমারির পিছনে লুকিয়ে রাখা হয়েছিল এই রাস্তা। তবে অনাথ মেয়েরা যে ঘরগুলিতে থাকত, সেগুলিতে এমন কোনও দরজা নেই।
এছাড়াও ৭৫০ একরের এই ক্যাম্পাসে একটি বেআইনি বাজি কারখানার খোঁজ পেয়েছে সরকার। ৮৪ বাক্স বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজিগুলির মধ্যে যথেষ্ট বিস্ফোরণক্ষম পদার্থ ছিল বলে খবর। মিলেছে একে ৪৭-এর ফাঁকা বাক্স।
পুলিশ, আধাসামরিক বাহিনীর সাহায্যে সরকারি আধিকারিকরা এই তল্লাশি চালাচ্ছেন।
২০১০-এই সেনা গোয়েন্দারা বলেন, ডেরা দফতরে যেভাবে অস্ত্র শিক্ষা দেওয়া হয়, তাতে ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। এ জন্য অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিযুক্ত করায় বিষয়টি অত্যন্ত চিন্তাজনক বলে মন্তব্য করেন তাঁরা। সেনা কর্মীদের ডেরার সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement