গাঁধী ময়দানের সভার ভিড়ের ছবি ফটোশপ করিয়েছেন লালু? হাসিতে ফেটে পড়েছে টুইটার
No "Face" will stand in front of Lalu's "Base". Come & Count as much as u can in Gandhi Maidan, Patna #DeshBachao pic.twitter.com/sXoAcpwNKw
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) August 27, 2017
লালুর ছেলে তেজস্বী আবার দাবি করেন, তাঁদের সভায় ৩০ লাখ লোক হয়েছে।
If someone thinks BJP can't be defeated than come to Gandhi Maidan, 30 lacs people are waiting. #DeshBachao pic.twitter.com/qSzzuoos3K
— Tejashwi Yadav (@yadavtejashwi) August 27, 2017
কিন্তু খানিকপরেই সংবাদ সংস্থা এএনআই যে ছবিটি টুইট করে, তাতে দেখা যাচ্ছে, ভিড় বেশ কম। শুধু তাই নয়, এএনআইয়ের ছবিতে দেখা যাচ্ছে, মাঠের মাঝখানে একসারি গাছ রয়েছে। লালুর ছবিতে তা অনুপস্থিত।
RJD's Patna rally: Picture taken from same point where Lalu Prasad Yadav's purported picture was taken; crowd sizes are different. pic.twitter.com/3QuEsBlQua
— ANI (@ANI) August 27, 2017
ওমর আবদুল্লা রিটুইট করেন এএনআইয়ের ছবিটি।
Good to see ANI is taking on the responsibility of debunking false/doubtful claims. Look forward to this being done across party lines ???????? https://t.co/SAckJM3o5P
— Omar Abdullah (@OmarAbdullah) August 27, 2017
এরপরেই টুইটারে হইচই পড়ে যায়। বিহারের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ টুইট করে বলেন, লালুর সভা মহাকাশ থেকেও দেখা গিয়েছে।
Lalu ji's rally can be seen from space . pic.twitter.com/wgI1ZkVEFu
— Giriraj Singh (@girirajsinghbjp) August 27, 2017
দেখুন বাকি টুইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
Actual pic from @laluprasadrjd's MASSIVE rally. Haters will say it's photoshopped ???? pic.twitter.com/HrZxZFoIB9
— Vikas (@MODIfiedVikas) August 27, 2017
Counted as much as I could @laluprasadrjd pic.twitter.com/UOGYIjP8xG
— José Covaco (@HoeZaay) August 27, 2017