এক্সপ্লোর
বানিহাল হামলার সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

জম্মু: বানিহাল বেল্টে এসএসবি পার্টিতে ভয়াবহ হামলা চালানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ। গ্রেফতার হওয়া দুই জঙ্গির নাম গজনাফার এবং আরিফ। ওই হামলায় আহত হয়েছিলেন এক এসএসবি জওয়ান, মৃত্যু হয় একজনের। প্রসঙ্গত বানিহালে হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই চিরুণি তল্লাশি চালিয়ে এই দুই জঙ্গিকে গ্রেফতার করল সেখানকার পুলিশ, খবর পিটিআই সূত্রে। ওই দুই জঙ্গির থেকে পুলিশ একটি একে অ্যাসল্ট রাইফেল, ইনসাস রাইফেল এবং দুটো সার্ভিস রিভলভার উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবি, গজনাফার এবং আরিফকে চেনাব অঞ্চলে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্যে নিয়োগ করা হয়েছিল। তবে এই দুই জঙ্গি ছাড়াও আকিব ওয়াহিদ নামের অপর এক জঙ্গিও এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে। তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ২১ বছরের গজনাফার আহমেদ এবং ২২ বছরের আকিব অনন্তনাগের ডিগ্রি কলেজের বিএসসির ছাত্র। একটি বেসরকারি সংস্থায় কাজ করে আরিফ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গজনাফার এবং আকিবের পরিবারের সঙ্গে হিজবুল মুজাহিদিনের ঘনিষ্ঠ যোগ ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















