এক্সপ্লোর
কেন্দ্রের নির্দেশ, সিবিএসই স্কুলে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ব্যাগ নিয়ে যাওয়া বন্ধ

নয়াদিল্লি: শিশু ছাত্রছাত্রীদের পড়াশোনার ভার লাঘব করতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সেইমতো এনসিইআরটি জানিয়ে দিয়েছে, শিক্ষার প্রাথমিক পর্যায়ে পড়ুয়াদের বিশেষ কোনও বইয়ের প্রয়োজন নেই। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে শুধু ভাষা ও অঙ্ক বই ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে ভাষা, পরিবেশ বিজ্ঞান ও অঙ্ক বই লাগবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই তাদের আওতায় থাকা সব স্কুলকে নির্দেশ দিয়েছে, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা যাতে স্কুল ব্যাগ না বয়, তা দেখতে। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বইয়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দিয়েছে তারা। ১২ সেপ্টেম্বর সিবিএসই প্রকাশিত শেষতম সার্কুলারে সিবিএসই পড়ুয়াদের ব্যাগের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য সবরকম ব্যবস্থা নিতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















