এক্সপ্লোর

নির্বিঘ্নেই সম্পন্ন সুশীল মোদীর ছেলের বিয়ে, অতিথি হয়ে হাজির ছিলেন লালুপ্রসাদ, নীতীশ, কেন্দ্রীয় মন্ত্রী

পটনা: শান্তিপূর্ণভাবেই মিটল বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর ছেলের বিয়ে।

রবিবার, বিজেপি নেতার ছেলে বেসরকারি কর্মী উৎকর্ষের বিয়ে সম্পন্ন হল কলকাতা-নিবাসী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যামিনীর সঙ্গে।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ, রামবিলাস পাসোয়ান, ধর্মেন্দ্র প্রধান, গিরিরাজ সিংহ। উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল সত্যপাল সিংহ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছিলেন, গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

তবে, সকলকে ছাপিয়ে যায় একজনের উপস্থিতি। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। যার বড় ছেলের মন্তব্যকে ঘিরে এই বিয়েতে বিতর্কের সূত্রপাত।

এদিন রাজনৈতিক বিভেদকে দূরে সরিয়ে রেখে বিয়ের অনুষ্ঠানে হাজির হন লালুপ্রসাদ। বরকর্তা সুশীল মোদীর সঙ্গে করমর্দন করতেও দেখা যায় তাঁকে। এরপর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের পাশে গিয়ে বসেন আরজেডি সুপ্রিমো।

প্রসঙ্গত, গতমাসে লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ৩ ডিসেম্বর সুশীল মোদীর ছেলের বিয়েতে হাঙ্গামা করা হবে বলে হুমকি দিচ্ছেন।

ঔরঙ্গাবাদ জেলার এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে লালু পুত্র বলেছেন, সুশীল মোদী আমাকে ওর ছেলের বিয়েতে নেমন্তন্ন করেছে। যদি আমি যাই, তবে পাঁচজনের সামনে ওর মুখোশ খুলে দেব। ওর ঘরে ঢুকে ওকে পেটাব, বিয়েবাড়িতেই জনসভা করব, জিনিসপত্র ভাঙচুর করব। সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

তেজপ্রতাপের এই মন্তব্যের কড়া সমালোচনা হয়। সুশীল মোদী নিজে লালুকে অনুরোধ করেছেন ছেলেকে সংযত করতে, যা এ ধরনের উসকানিমূলক কথাবার্তা আর না বলেন। জনৈক স্থানীয় বিজেপি নেতা অনিল সাহনি আবার ঘোষণা করেছেন, কেউ তেজপ্রতাপকে থাপ্পড় কষালে তাঁকে ১ কোটি টাকা দেবেন তিনি।

বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপের হুমকির জেরে নিরাপত্তার কারণে বিয়েবাড়ির স্থান বদলানো হয়। প্রথমে ঠিক ছিল, বিয়ে হবে রাজেন্দ্র নগরের শাখা ময়দানে। কিন্তু, তা বদলে পটনা বিমানবন্দরের কাছে ভেটেরিনারি কলেজ মাঠে স্থানান্তরিত করা হয়।

যদিও, পরে বিতর্কে ইতি টানতে উদ্যোগী হন তেজপ্রতাপ। বিহারের উপ-মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, তিনি অপরাধী বা সন্ত্রাসবাদী নন। সুশীল মোদী যেন নির্ভয়ে ছেলের বিয়ে নিয়ে এগিয়ে যান। যদিও, তিনি আশঙ্কা করছেন, সুশীল মোদী নিজে বিয়েতে হাঙ্গামা করিয়ে তাঁর ও আরজেডির নাম খারাপ করতে পারেন।

যদিও, বিতর্কের জেরে প্রথা ভেঙে এদিন বিয়ে হয় দিনের বেলায়। বহু ভিভিআইপিরা উপস্থিত হলেও আয়োজনও ছিল অতি-সামান্য। ছিল না এলাহি খানাপিনা, বাদ্যের ব্যবস্থা। অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল ইমেল ও হোয়াটসঅ্যাপে। অনুরোধ করা হয়েছিল, কোনও উপহার না আনতে। আগত অতিথিদের প্রত্যেকের হাতে লাড্ডুর একটি প্যাকেট দেওয়া হয়।

উৎকর্ষের পরনে ছিল সাধারণ সাদা খাদি কুর্তা, পাজামা ও মেরুন রঙের ওয়েস্টকোট। কনের পরনে ছিল লাল শাড়ি। বিয়েবাসর বসেছিল ভেটেরিনারি কলেজ ময়দানে। চারদিকে, পণ ও শিশুবিবাহের বিরুদ্ধে প্রচারমূলক প্ল্যাকার্ড ছিল।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
SBI Alert: এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: বস্তি উচ্ছেদের প্রতিবাদ, শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশBangladesh News: এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। ABP Ananda LiveRecruitment Scam: পিছিয়ে গেল ইডি-র শিক্ষা দুর্নীতি মামলায় চার্জগঠন। ABP Ananda LiveBangladesh News: শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের, নেপথ্যে নতুন কৌশল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
SBI Alert: এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
Bank Locker Rules: আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Vinod Kambli: আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
Embed widget