এক্সপ্লোর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জারি করল আনলক-৬ সংক্রান্ত নির্দেশিকা, কনটেনমেন্ট জোনগুলিতে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন
আনলক-৬ সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর মাধ্যমে আনলক-৫ এ যেগুলি ফের খোলার জন্য নির্দেশিকা জারি হয়েছিল, তার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আনলক-৫এর জন্য গত ৩০ সেপ্টেম্বর নির্দেশিকা জারি করা হয়েছিল
নয়াদিল্লি: আনলক-৬ সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর মাধ্যমে আনলক-৫ এ যেগুলি ফের খোলার জন্য নির্দেশিকা জারি হয়েছিল, তার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আনলক-৫এর জন্য গত ৩০ সেপ্টেম্বর নির্দেশিকা জারি করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কনটেনমেন্ট জোনগুলিতে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে। ব্যক্তি ও জিনিসপত্রের বিভিন্ন রাজ্যের মধ্যে চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। এরজন্য আগের মতোই অনুমতির প্রয়োজন হবে না।
আনলক-৫ এর নির্দেশিকা অনুসারে, সিনেমাহল, স্কুল,রাজনৈতিক সভা সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন ও অন্যান্য ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছিল। সুইমিং পুল আগের মতোই বন্ধ থাকবে।
উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘন্টায় দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কম হয়েছে। মৃতের সংখ্যাও ৫০০-র কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ সকালে যে পরিসংখ্যান জারি করেছে, সেখানে জানানো হয়েছে. গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তর সংখ্যা ৩৬,৪৭০ । দেশে মোট আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৭৯,৪৬,৪২৯। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১,১৯,৫০২।
দেশে সুস্থর সংখ্যা ৭২,০১,০৭০। সুস্থতার হার ৯০.৬২ শতাংশ। মৃত্যুর হার ১.৫০ শতাংশ। বর্তমানে ৬,২৫,৮৫৭ জনের চিকিৎসা চলছে। যা মোট আক্রান্তের ৭.৮৮ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement