এক্সপ্লোর
উন্নাও গণধর্ষণ: ‘সম্মানীয় বিধায়ক’-কে গ্রেফতার করা হবে কিনা, সিদ্ধান্ত নেবে সিবিআই, সাফাই উত্তর প্রদেশ পুলিশের

নয়াদিল্লি: এফআইআরের পরেও গ্রেফতার হলেন না উত্তর প্রদেশের উন্নাওয়ের ১৬ বছরের কিশোরীর গণধর্ষণের মুখ্য অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার। উল্টে ডিজিপি ওপি সিংহ বলেছেন, যদি ‘মাননীয় বিধায়ক মশাই’-কে গ্রেফতার করতেই হয়, তা করবে সিবিআই, রাজ্য পুলিশ নয়। কার্যত দায় ঝেড়ে ফেলে ডিজিপি জানিয়েছেন, মামলা এখন সিবিআইয়ের হাতে, গ্রেফতার করতে হবে কিনা তারাই বুঝবে। তা ছাড়া বিধায়ক শুধু অভিযুক্ত, তাঁর অপরাধ এখনও প্রমাণিত হয়নি। একই সঙ্গে তাঁর দাবি, ধর্ষণে অভিযুক্তকে আড়াল করার কোনও চেষ্টা করা হচ্ছে না, তবে দু’পক্ষের কথাই তো শুনতে হবে। যদিও ওই সাংবাদিক বৈঠকেই উপস্থিত রাজ্যের স্বরাষ্ট্র সচিব অরবিন্দ কুমার অভিযোগ করেছেন, তদন্তের কাজে অবহেলা করেছে রাজ্য পুলিশ। গত বছর জুন মাসে উন্নাওয়ের ওই কিশোরীকে সেঙ্গার তাঁর দলবল নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বারবার পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তারা। শেষমেষ মেয়েটি পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরদিনই পুলিশ হেফাজতে অস্বাভাবিকভাবে তার বাবার মৃত্যু হয়। গোটা দেশে এ নিয়ে হইচই শুরু হলে গতকাল অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















