উত্তরপ্রদেশের ভুল আর হবে না, জানালেন রাজনাথ
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লোকসভা উপনির্বাচন থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করবে দল। জানালেন রাজনাথ সিংহ। একটি সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, (হার) হয়ে গিয়েছে। ভবিষ্যতে হবে না। আমরা শিখলাম যে, এমনটাও হতে পারে।
গত বুধবার ঘোষিত হওয়া উপ-নির্বাচনের ফলে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা কেন্দ্র দুটিই হাতছাড়া হয় বিজেপির। উভয় ক্ষেত্রেই জেতে সমাজবাদী পার্টির প্রার্থী। এর আগে, এই আসনের সাংসদ ছিলেন যথাক্রমে যোগী আদিত্যনাথ ও কেশব মৌর্য। তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় এই আসন দুটি ফাঁকা হয়ে যায়।
হারের প্রতিক্রিয়ায় আদিত্যনাথ জানান, ফলাফল দলের কাছে একটা শিক্ষা। এই পরাজয়ের জন্য তিনি সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি জোটকে না বোঝার ক্ষমতা এবং নিজেদের অতিরিক্ত আস্মবিশ্বাসকে দায়ী করেন।
উল্লেখ্য, এদিন রাহুল গাঁধী টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে লেখেন, মোদীজি আপনি রাইসিং ইন্ডিয়ার বিষয়ে ঠিক বলেছিলেন। একটাই বিষয়— আপনার বিরুদ্ধেই জাগছে দেশ। উত্তরে রাজনাথ বলেন, উনি বিরোধী নেতা। উনি বলবেনই। সময় বলবে কার বিরুদ্ধে দেশ জাগছে।
তিনি প্রধানমনত্রী হলে কী করবেন—এই প্রশ্নের উত্তরে রাজনাথ বলেন, আমি অতিরিক্ত উচ্চাকাঙ্খী নই। তবে, যদি কেউ সুযোগ পায়, তাহলে তাঁর পূরণ করা উচিত। এরসঙ্গেই তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী মোদী প্রশংসনীয় কাজ করছেন।