কর্নাটকের ভোটপ্রচার ছেড়ে ঝড়-বিধ্বস্ত উত্তরপ্রদেশে ফিরলেন আদিত্যনাথ
লখনউ: ঝড়-বিধ্বস্ত উত্তরপ্রদেশ। সেই কারণে, কর্নাটকের ভোটপ্রচারের কাজ মাঝপথে ছেড়েই নিজের রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অবিনাশ অবস্থি জানান, শুক্রবার রাতে আগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সকালে বিপর্যয়-কবলিত স্থল পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, নিজের রাজ্য ছেড়ে কর্নাটকে ভোটপ্রচার করার জন্য গতকালই আদিত্যনাথকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস-শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। টুইটারে তিনি লেখেন, আমি দুঃখিত আপনাদের মুখ্যমন্ত্রীকে এখানে কর্নাটকে দরকার। আমি নিশ্চিত, তিনি শীঘ্রই ফিরে গিয়ে সেখানে কাজে যোগ দেবেন।
অবিনাশ অবস্থি জানান, প্রথমে তিনি আগরা জেলার ত্রাণ ও পুনর্বাসনের কাজ খতিয়ে দেখবেন। এরপর, কানপুরে গিয়ে সেখান থেকে আশেপাশের অঞ্চলের উদ্ধারকার্য পর্যালোচনা করবেন।
বুধবার রাতে ভয়াবহ ঝড় আছড়ে পড়ে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। মারা যান শতাধিক মানুষ। শুধুমাত্র যোগীর রাজ্যেই মারা গিয়েছেন ৭৩ জন। আহতের সংখ্যা প্রায় ৯০। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আগরা। সেখানে ৪৩ জনের মৃত্যু ও ৫১ জন আহত হয়েছেন।