এক্সপ্লোর
Advertisement
প্রথম সভায় শিবপালের হয়ে ভোট চাইলেন, দুজনের কাছেই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বললেন মুলায়ম
এটাওয়া (উত্তরপ্রদেশ): দূরে সরে থাকার পর অবশেষে যাবতীয় জল্পনায় ইতি টেনে ভোটপ্রচারে নামলেন মুলায়ম সিংহ যাদব। শনিবার তিনি প্রথম নির্বাচনী প্রচারসভায় ভোট চাইলেন যশবন্তনগর কেন্দ্রের প্রার্থী নিজের ভাই শিবপাল সিংহ যাদবের হয়ে। খাতায় কলমে শিবপাল সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের প্রার্থী বটে, কিন্তু সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ সমীকরণের ছায়া স্পষ্ট হয়ে যায় মুলায়মের ভাষণে। একবারও তাঁর মুখে সপা-কংগ্রেস জোটের কথা শোনা যায়নি।
দলীয় নেতৃত্ব দখলের প্রশ্নে ছেলে তথা মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের কাছে হার মেনে ভোটের মুখে দলের সভাপতি পদ ছাড়তে হয়েছে মুলায়মকে। গোটা দলের রাশ এখন অখিলেশের হাতেই। কংগ্রেসের সঙ্গে সপা-র নির্বাচনী আঁতাতের প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। এদিন জোটের হয়ে একটি কথাও বলেননি মুলায়ম। নিজের এককালের কেন্দ্র যশোবন্তনগরে এবার ছেড়ে দিয়েছেন শিবপালকে, দলীয় রাজনীতিতে যিনি বরাবর তাঁর পাশেই রয়েছেন। যশোবন্তনগরের তাখা ব্লকের সভায় ৩০ মিনিটের ভাষণে তিনি সপা-র কাজের খতিয়ান দিয়ে তার ভিত্তিতে শিবপালকে জেতানোর ডাক দিয়ে বলেন, শিবপাল ও তাঁর, দুজনের কাছেই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
সপা প্রতিষ্ঠাতা মুলায়ম বলেন, যুবারাই সপার মূল শক্তি। সবচেয়ে বেশি যুবক সপার সঙ্গে আছেন। তাই আমাদের দল কখনও বুড়ো হয় না। বেকারি জাতীয় সমস্যা, কিন্তু তা সত্ত্বেও উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি কাজ পেয়েছেন যুবকরা। যাঁরা চাকরি পাননি, তাঁরা ভাতা পেয়েছেন।
মুলায়ম এও বলেন, অনেকেই আগে আমাদের ইস্তাহার নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতেন। কিন্তু আমরা প্রতিশ্রুতি পালন করেছি। ঋণের জালে জড়ানো কৃষকের জমি যাতে নিলামে না ওঠে, সেজন্য আইন করেছি আমরাই। ওদের করও দিতে হবে না। কৃষকদের জন্য আমাদের তৈরি আইনের দেখাদেখি আইন তৈরি হয়েছে আমেরিকায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement