এক্সপ্লোর
Advertisement
ভারতীয় জওয়ানদের কাপুরুষের মতো মারছে পাকিস্তান, ইদ পালনে বিরত উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ড
লখনউ: কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ান আওরঙ্গজেবের জঙ্গিদের হাতে অপহরণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ। উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আজ ইদ পালন করছে না।
বৃহস্পতিবার রাতে কাশ্মীরে প্রথম সারির সাংবাদিক সুজাত বুখারি গুলিতে খুন হন, পাশাপাশি অপহৃত হন আওরঙ্গজেব। পরিবারের সঙ্গে ইদের ছুটি কাটাতে তিনি বাড়ি ফিরছিলেন। সন্ত্রাস বিরোধী অভিযানে সামিল হয়েছিলেন, এই ছিল তাঁর 'অপরাধ', এজন্য তাঁকে হত্যা করে জঙ্গিরা। গতকাল পুলওয়ামার গুসসু গ্রামে পাওয়া যায় আওরঙ্গজেবের বুলেটবিদ্ধ লাশ। তাঁর মাথা, ঘাড়ে গুলির দাগ ছিল।
গতকাল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সঈদ ওয়াসিম রিজভি বলেন, পাকিস্তান ভারতীয় সেনা জওয়ানদের কাপুরুষের মতো হত্যা করছে। প্রতিবাদে ইদ পালন করা হবে না। কাল বোর্ডের অফিসে জড়ো হয়ে পাকিস্তানের পতাকা পোড়াবেন বোর্ডের সদস্য, কর্মীরা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আওরঙ্গজেবকে পুলওয়ামার কালামপোরা এলাকায় অপহরণ করে সন্ত্রাসবাদীরা।
রিজভি বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার মতো ব্যাপারে অভিন্ন দেওয়ানি বিধির দাবিও তোলেন। আরেকটি মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড এহেন বিধির বিরোধিতা চালিয়ে গেলেও শিয়া বোর্ড তার পক্ষে। জাতীয় আইন কমিশনকে পাঠানো প্রস্তাবে রিজভি বলেন, গোয়া পারলে অন্য রাজ্যগুলি কেন পারবে না?
বিভিন্ন ধর্ম অনুসারে রীতি, প্রথা আলাদা আলাদা হলেও বিবাহবিচ্ছেদ, বিয়ে, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার দেওয়ার ব্যাপারে এক দেশ, এক আইন হওয়া উচিত বলে সওয়াল করেন তিনি।
এই ইস্যুতে পার্সনাল ল বোর্ডের সঙ্গে তীব্র মতপার্থক্যের জেরেই ইন্ডিয়া শিয়া আওয়ামি লিগ নামে নতুন রাজনৈতিক দল খুলেছেন রিজভি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement