এক্সপ্লোর
Advertisement
কানসাসে গুলিচালনায় ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করল মার্কিন দূতাবাস
নয়াদিল্লি: আমেরিকার কানসাসে যেভাবে হেট ক্রাইমের জেরে এক ভারতীয়র মৃত্যু হয়েছে, দ্ব্যর্থহীন ভাষায় তার নিন্দা করল মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন চার্জ ডে অ্যাফেয়ার্স মেরি কে কার্লসন বলেছেন, এই দুঃখবহ ও অর্থহীন কাজে তাঁরা গভীরভাবে শোকাহত। যাঁরা এই ঘটনার শিকার, তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি তাঁদের গভীরতম সমবেদনা রয়েছে। আমেরিকা অভিবাসীদের দেশ। কাজ, পড়াশোনা ও জীবনধারণের সন্ধানে আসা গোটা বিশ্বের মানুষকে স্বাগত জানায় সে।
তিনি আরও জানিয়েছেন, মার্কিন প্রশাসন গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেবে। যদিও ওই ঘটনার ফলে যে সব পরিবার যন্ত্রণায় ডুবে গিয়েছে, তাদের জন্য ন্যায় বিচার কোনও সান্ত্বনাই নয়।
বুধবার রাতে কানসাস সিটির ভিড়ে ঠাসা বারে এক প্রাক্তন মার্কিন নৌসেনার গুলিতে ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার মৃত্যু হয়। গুলিতে জখম হন আর এক ভারতীয় আলোক মাদাসানি। যদিও এখন তিনি বিপন্মুক্ত। গুলি চালানোর সময় অভিযুক্ত তাঁদের ‘জঙ্গি’ সম্বোধন করে বলে, ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement