এক্সপ্লোর
ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, সাসপেন্ড মার্কিন শিক্ষক
![ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, সাসপেন্ড মার্কিন শিক্ষক Us Teacher Suspended For Comparing Trump To Hitler ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, সাসপেন্ড মার্কিন শিক্ষক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/14190800/TrumpHitler.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সানফ্রান্সিসকো: ক্লাসে পড়ানোর সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যাডলফ্ হিটলারের তুলনা করায় আমেরিকায় সাসপেন্ড করা হল এক প্রবীণ ইতিহাসের শিক্ষককে।
ফ্রাঙ্ক নাভারো নামে বছর ৬৫-র ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ হাই স্কুলের শিক্ষক। মেক্সিকান-মার্কিন নাভারো দীর্ঘ ৪০ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন। অভিভাবকদের তরফে শিক্ষকের বিরুদ্ধে ইমেল মারফত্ অভিযোগ পাওয়ার পর স্কুল চলাকালীনই তাঁকে বেরিয়ে যেতে বলে কর্তৃপক্ষ। তার কোনও সাফাই, অনুরোধই মানতে চায়নি স্কুল।
চাপের মুখে নাভারো বলেন, স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার কারও প্রতি পক্ষপাত নেই। আমি যা বলেছি, তা তথ্যভিত্তিক। কর্তৃপক্ষ চাইলে পরীক্ষা করে দেখতে পারে। তিনি আরও জানিয়েছেন, স্কুল তাঁকে ছুটি দিয়েছে। কিন্তু মাইনে পাবেন তিনি।
নাভারো জানান, তিনি ক্লাসে পড়ুয়াদের উদাহরণ দিয়ে বলেছিলেন, হিটলার বলেছিলেন তিনি জার্মানিকে আবার সেরা করে তুলবেন। একইভাবে ট্রাম্পও বলেছেন, তিনি আমেরিকাকে ফের সেরা রাষ্ট্রে পরিণত করবেন। দুই নেতাই অভিবাসীদের বিতাড়িত করার কথা বলেছেন।
প্রসঙ্গত, ট্রাম্পের জয়ের পর ক্যালিফোর্নিয়া জুড়ে বিক্ষোভ দেখান বহু মার্কিন নাগরিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)