এক্সপ্লোর
Advertisement
বারাণসীতে মুড়িমুড়কির মতো বিক্রি হচ্ছে ‘অ্যান্টি করোনা প্রোটোকশন স্যানিটাইজার কার্ড’! চলছে কালোবাজারিও
করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে তথাকথিত কার্ড! আর তা নিয়ে জোর শোরগোল বারাণসীতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই কার্ডের কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে।
বারাণসী: করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে তথাকথিত কার্ড! আর তা নিয়ে জোর শোরগোল বারাণসীতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই কার্ডের কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে। কালোবাজারিদের প্রশাসনকে হুঁশিয়ারিও দিতে হয়েছে। যদিও, এই কার্ড প্রকৃতই করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে কি না, তার কোনও পরীক্ষাই হয়নি।
যদিও দাবি করা হচ্ছে, অ্যান্টি করোনা প্রোটোকশন স্যানিটাইজার কার্ড গলায় পরে নিলে সংশ্লিষ্ট ব্যক্তির দেড় মিটার দূরত্ব পর্যন্ত করোনাভাইরাস থেকে সুরক্ষা মিলবে!
আর করোনা থেকে সুরক্ষিত থাকতে এই কার্ড সবার প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। বারাণসীর জেলাশাসক কৌশল রাজ শর্মা এই কার্ড বিক্রেতা দোকানদারদের কাছে কালোবাজারি না করার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে ক্রেতাদের কাছে এমআরপি-তেই এই কার্ড ক্রয়ের আবেদন জানিয়েছেন।
করোনাভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষিত থাকতে বারাণসীর বাজারগুলিতে বিভিন্ন ধরনের মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা প্রতিদিন বাড়ছে। কৌশল রাজ শর্মা জানিয়েছেন, এখন বাজারে গলায় পরার স্যানিটাইজার এসেছে। দাবি করা হচ্ছে, সংক্রমণ থেকে রক্ষা পেতে তা খুবই কার্যকরী। এই কার্ড যাঁরা ব্যবহার করবেন, তাঁদের এক মিটার পর্যন্ত এলাকায় ভাইরাস ঢুকতে পারবে না বলে প্রস্তুতকারী কোম্পানি দাবি করছে। যদিও ওই দাবির সত্যতা যাচাই করা খুবই কঠিন।
বারাণসীর ন্যাশনাল ইন্টিগ্রেটেড মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর সহ সভাপতি ড. এসআর সিংহ বলেছেন, এতে ক্লোরিন ডাই অক্সাইড রয়েছে। পাউডার হিসেবে তা থেকে বাষ্পীভূত হয়ে কিছু দূরত্ব পর্যন্ত সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement