এক্সপ্লোর
Advertisement
উত্তরাখণ্ডে জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে, গ্রেফতার ৪
দেহরাদুন ও নয়াদিল্লি:উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে বলে জানালেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন উত্তরাখণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ১২০০ থেকে ৬০ টি কমে এসেছে।সেগুলিকে আজই নিভিয়ে ফেলা সম্ভব হবে। প্রায় ছয় হাজার কর্মী আগুন নেভানোর কাজে নিযুক্ত হয়েছেন। এ কারণেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেছেন, পৌরি গাড়ওয়াল এলাকায় জঙ্গলে আগুন ধরানোর জন্য চার জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে তদন্ত হবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রীয়মন্ত্রী জোর দিয়ে বলেছেন, জঙ্গল এলাকার এক ইঞ্চি জমিও জবরদখল করতে দেওয়া হবে না বা তার চরিত্র বদল ঘটাতে দেওয়া হবে না। উল্লেখ্য, উত্তরাখণ্ডের দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পৌরি গাড়ওয়াল। গত ফেব্রুয়ারি থেকে রাজ্যের প্রায় ২৩০০ হেক্টর বনভূমি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, ঘণ জঙ্গল রয়েছে এমন রাজ্যগুলিকে এ ধরনের অগ্নিকাণ্ড এড়ানোর জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলার জঙ্গল জুড়ে প্রায় ৩ মাস ধরে দাউদাউ করে জ্বলছে আগুন। ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর ও হিমাচলপ্রদেশেও। এতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৭জন।
রাজ্যের দমকল বিভাগ কয়েক মাসের প্রচেষ্টায় আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্র বায়ুসেনার হেলিকপ্টার পাঠায়। পাইনের বনে প্রায় ২৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হেলিকপ্টার থেকে জল ছড়ানো হয়।
এদিকে, উত্তরাখণ্ডে জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনায় লোকসভায় উদ্বেগ ব্যক্ত করেন সদস্যরা। জিরো আওয়ারে প্রসঙ্গটি উত্থাপন করেন তৃণমূল সাংসদ সুগত রায়। তিনি বলেন, এরফলে রাজাজী ন্যাশনাল পার্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি সাংসদ রমেশ পোখরিওয়ালও বলেন, অগ্নিকাণ্ডের ফলে বাঘদের বসতির ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু ওষুধি গাছও নষ্ট হয়ে গিয়েছে। সদস্যদের আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement