এক্সপ্লোর
অম্বেডকরের নামের সঙ্গে 'মহারাজ' বসানোয় সাসপেন্ড হলেন এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

ঔরঙ্গাবাদ: অপরাধ, বি আর অম্বেডকরের নামে 'মহারাজ' উল্লেখ। এ জন্য সাসপেন্ড করা হল ডক্টর বাবাসাহেব অম্বেডকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী রেজিস্ট্রার সাধনা পান্ডেকে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধেয় সেনেট সদস্যদের বৈঠক চলছিল। ম্যানেজমেন্ট কাউন্সিলের নির্বাচন নিয়ে চলছিল বৈঠক, সাংবাদিকরাও আমন্ত্রিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাধনা পান্ডে অম্বেডকরের নামের শেষে 'মহারাজ' যোগ করেন। এতে সভাস্থলে গন্ডগোল শুরু হয়, সেনেট সদস্যরা অভিযোগ করেন, অসৎ উদ্দেশ্যে অম্বেডকরের নামে 'মহারাজ' যুক্ত করা হয়েছে, পান্ডে দক্ষিণপন্থী ভাবধারায় বিশ্বাসী। তখনই তাঁর সাসপেনশন দাবি করেন তাঁরা। উপাচার্য বি এ চোপাড়ে সভার মধ্যেই সাধনা পান্ডেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন, নির্দেশ দেন বৈঠক ছেড়ে চলে যেতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















