এক্সপ্লোর
Advertisement
গোরক্ষকদের বিরুদ্ধে মন্তব্য: প্রধানমন্ত্রীকে বিঁধলেন ভিএইচপি নেতা তোগাড়িয়া
নয়াদিল্লি: গোরক্ষকদের বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা প্রবীণ তোগাড়িয়া। তিনি বলেছেন, হিন্দুরা গরুকে মা মনে করে। এরপরও গরু-বাছুর হত্যার কথা জানা স্বত্ত্বেও গোরক্ষকদের পাশে দাঁড়ানোর বদলে তাঁদের জীবনকে গোহত্যাকারীদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা খুবই বেদনাদায়ক।
তোগাড়িয়ার বক্তব্য, গোরক্ষার কাজে নিযুক্ত সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসা উচিত কেন্দ্রের। তিনি বলেছেন, মূল বিষয়টা হল গোরক্ষা..পাকিস্তানের মতো শত্রুর সঙ্গে কথা বলতে সরকার তৈরি। যারা সেনা ও পুলিশকে আক্রমণ করছে, সেই কাশ্মীরীদের সঙ্গেও কথা বলতে তৈরি কেন্দ্র। কিন্তু যাঁরা গোরক্ষা করছেন তাঁদের সঙ্গে কথা বলতে চায় না সরকার।
তোগাড়িয়ার অভিযোগ, গোরক্ষার জন্য যে আইনগুলি রয়েছে রাজ্যসরকারগুলি তার সঠিক প্রয়োগ করছে না। তাই গোরক্ষার জন্য হিন্দুদের পথে নামতে হয়েছে। তাঁদের সঙ্গে সরকারের অবশ্যই আলোচনায় বসা উচিত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সম্প্রতি ভুয়ো গোরক্ষকদের সমালোচনা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তোগাড়িয়ার মন্তব্য, দেশের প্রধান বলছেন যে, ৮০ শতাংশ গোরক্ষকই ভুয়ো। কোন তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী এই দাবি করেছেন, তা প্রকাশের দাবিও জানিয়েছেন এই ভিএইচপি নেতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement