এক্সপ্লোর
Advertisement
সেল্ফ আইসোলেশনে বিরাট-অনুষ্কা, প্রত্য়েককে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন
করোনার থাবা পড়েছে খেলার মাঠে, সিনেমার শ্যুটিং ফ্লোরে
নয়াদিল্লি: করোনার থাবা পড়েছে খেলার মাঠে, সিনেমার শ্যুটিং ফ্লোরে। একদিকে যেমন স্থগিত হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ, পিছিয়ে গিয়েছে আইপিএল, সেরকমই অন্যদিকে বাতিল হয়েছে একাধিক সিনেমার শ্যুটিং। পিছিয়ে গিয়েছে ছবির রিলিজও।
করোনার বিরুদ্ধে সতর্কতা হিসেবে নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দি করে রেখেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। পাশাপাশি প্রত্যেককেই সেল্ফ আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও অভিনেত্রী দম্পতি।
শুক্রবার সকালে বিরুষ্কা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে বিরাট বলেছেন, ‘আমরা সকলে খুব কঠিন একটা সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছি। নিজেদের ও অন্যান্যদের সুরক্ষার জন্য আমরা বাড়িতে থাকছি।’
ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা বলেছেন, ‘সকলে মিলে একসঙ্গে এগিয়ে এলে তবেই করোনা সংক্রমণ রুখে দেওয়া সম্ভব। সংক্রমণ যাতে আর না ছড়াতে পারে, তা নিশ্চিত করতে আপনারাও বাড়িতে থাকুন।’
দেশবাসীর কাছে বিরুষ্কার আবেদন, ‘সেল্ফ আইসোলেশনে থেকে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত করুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement