এক্সপ্লোর
Advertisement
প্রথম বই লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সে বিষয়ে আলোচনা করলেন বিবেক অগ্নিহোত্রী
নয়াদিল্লি: চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবার লেখক। ‘আরবান নকশালস’ নামে তাঁর লেখা বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই বই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহেরও চোখে পড়ে। তিনি বিবেকের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। এ সপ্তাহের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিবেক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা সহজ না। আমি নিশ্চয়ই ভাল কিছু করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছেন।’
Thank Hon. @HMOIndia @rajnathsingh Ji for inviting me to your house. It’s a matter of pride for us that you are engaging with experts on #UrbanNaxals and quietly demolishing India’s enemies in a way we have never seen in last 50 yrs of Naxalism. You are a source of inspiration. pic.twitter.com/A4XWiS1NjB
— Vivek Agnihotri (@vivekagnihotri) June 13, 2018
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে বিবেক বলেছেন, ‘আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। রাজনাথ সিংহের বাসভবনে কফি টেবলে বসে তাঁর সঙ্গে আমার বই নিয়ে আলোচনা করা আমার কাছে বিরাট সম্মানের বিষয়। আলোচনার অনেক বিষয়ই আমার ভাল লেগেছে। তবে যে বিষয়টি আমার মুখে হাসি ফুটিয়েছে সেটি হল, সমাজের গভীরে থাকা এই সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা এবং সাহসের জন্য তিনি আমার পিঠ চাপড়ে দেন। আমি শহরাঞ্চলের মাওবাদীদের নিয়ে গবেষণা করে এই বই লিখেছি। আমি মনে করি মাওবাদীরা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। সে বিষয়েও আমরা আলোচনা করেছি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement