এক্সপ্লোর
Advertisement
দেখুন: এডেন উপসাগরে জলদস্যুদের লাইবেরিয় জাহাজ ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় নৌবাহিনী
নয়াদিল্লি: এডেন উপসাগরে ফের ভারতীয় নৌবাহিনীর দাপটে কোণঠাসা জলদস্যুরা। লাইবেরিয়ার একটি মার্চেন্ট জাহাজ ছিনতাইয়ের চেষ্টা বানচাল করে দিল নৌসেনা। লাইবেরিয়ায় নথিভুক্ত এমভি লর্ড মাউন্টব্যাটেন নামে ওই জাহাজটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে জলদস্যুরা। কিন্তু তাদের পর্যুদস্ত করল ভারতীয় নৌবাহিনীর টহলদার জাহাজ আইএনএস শারদা।
গত মঙ্গলবার এডেন উপসাগরে সালালাহ থেকে ২৩০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে।
গত ৬ এপ্রিল থেকে জলদস্যুতা মোকাবিলায় উপসাগরে মোতায়েন রয়েছে আইএনএস শারদা। সংকটগ্রস্ত জাহাজ থেকে আইএনএস শারদা গত ১৬ মে বিপদসংকেত পায়। ভারতীয় নৌসেনার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সঙ্গে সঙ্গেই সংকটে পড়া জাহাজটির দিকে সর্বোচ্চ গতিতে রওনা দেয় আইএনএস শারদা। ঘটনাস্থলে পৌঁছে দুটি ছোট জাহাজ ও আটটি ডিঙি দেখতে পাওয়া যায়। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ এগিয়ে আসতে দেখে দুটি ডিঙি দ্রুতবেগে পালিয়ে যায়।
#AntiPiracyOpsinGoA INS Sharda foils a piracy attempt on MV Lord Mountbatten, Liberian registered ship in Gulf of Aden @SpokespersonMoD pic.twitter.com/QRIJXjNPgT
— SpokespersonNavy (@indiannavy) May 17, 2017
ভারতীয় নৌসেনার মার্কোস জাহাজে থাকা সশস্ত্র হেলিকপ্টারের সাহায্য ওই দুটি ছোট জাহাজ ও বাকি পাঁচটি ডিঙি ভালোভাবে খতিয়ে দেখেন। সেগুলি যে মাছধরা নৌকা বা ডিঙি নয়, স্পষ্ট হয়। দুটি ছোট জাহাজের মধ্য একটিতে উচ্চ ক্যালিবারের একেএম রাইফেল ও সহ আরও একটি অস্ত্র খুঁজে পান মার্কোস কম্যান্ডোরা। ওই অস্ত্রশস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement