দেখুন: ছেলেমেয়ের চুল কেটে ভাইরাল উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী
যোগী আদিত্যনাথেরে মন্ত্রিসভার মন্ত্রী।
লখনউ: যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মন্ত্রী। ভারতের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মন্ত্রকের দায়িত্বে তিনি। সেই সতীশ দ্বিবেদী করোনাবন্দি হয়ে এবার সন্তানদের চুল কাটছেন। সতীশ নিজেই আবার তাঁর চুল কেটে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল।
সাড়ে চার বছরের মেয়ে সুকৃতি এবং আট বছরের ছেলে কার্তিকের চুলে কেটে দিয়েছেন সতীশ দ্বিবেদী। সেই ভিডিওটি তুলেছেন মন্ত্রীর স্ত্রী কল্যাণী দ্বিবেদী। শুক্রবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাননীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, “ছেলেমেয়ের চুল এলোমেলো হয়ে গিয়েছিল। ঠিক করি নিজেই ওদের চুল কেটে দেব। সাড়ে ৪ বছরের মেয়ে সুকৃতির চুল ভাল করে কাটতে পারিনি। তবে ৮ বছরের ছেলে কার্তিকের চুলটা ভাল করে কেটেছি। পরিবারকে দেখানোর জন্যই আমার স্ত্রী ছেলেমেয়ের চুল কেটে দেওয়ার ভিডিও করে। আমি পরে সেটা দেখে শেয়ার করেছি।”
এর পাশাপাশি আর কী করছেন মন্ত্রীমশাই? উত্তরে সতীশ দ্বিবেদী বলেন, রোজ নিয়ম করে রামায়ণ দেখছেন তিনি এবং নিয়ম করেই ফেসবুক লাইভেও থাকছেন তিনি।