এক্সপ্লোর
Advertisement
খণ্ড পরিচয়ের উর্ধ্বে ওঠা উচিত, সেনায় যোগ দিন, তরুণদের সেনাপ্রধান
নয়াদিল্লি: ভারতীয় হিসেবে ঐক্য অনুভব করার জন্য তরুণ প্রজন্মকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তিনি বলেছেন, ‘আমরা এক, এটা অনুভব করতে হলে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তাহলেই দেখা যাবে, আমরা বিভিন্ন পরিবেশ থেকে এলেও, ভারতীয় হিসেবে একসঙ্গে থাকি। মনে রাখতে হবে, সবার আগে আমরা ভারতীয়। আমরা ভারতীয় হিসেবে গর্বিত। দেশই সবার আগে থাকা উচিত। তাহলেই আমরা একসঙ্গে থাকা শিখতে পারব।’
সেনাপ্রধান আরও বলেছেন, ‘আমরা ভারতীয়। আমরা নিজেদের বাঙালি, অসমিয়া বা অরুণাচল প্রদেশের লোক হিসেবে পরিচয় দিই না। আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরিচয় খোঁজার উর্ধ্বে উঠে নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিতে হবে।’
অসম ও অরুণাচল প্রদেশের ২৭ জন ছাত্র নয়াদিল্লিতে এসেছেন। তাঁরা গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পর সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথাপ্রসঙ্গেই ভারতীয় হিসেবে গর্ববোধ করার কথা বলেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, কোনও একটি অঞ্চলে জঙ্গি কার্যকলাপ বজায় থাকলে উন্নয়ন হওয়া সম্ভব নয়। ভারতের তরুণদের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে দেশ গড়ার কাজে সক্রিয়ভাবে যোগ দিতে হবে। অসমে অনেক ভাল স্কুল আছে। কিন্তু যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই। গ্রামে হাসপাতাল থাকলে, সেখানে যথেষ্ট ডাক্তার নেই। তাই তরুণদের গ্রামে গিয়ে কাজ করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement