এক্সপ্লোর
Advertisement
এবার কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা!
নয়াদিল্লি: আগামী বছর থেকে এমন এটিএম বসানো হবে যাতে টাকা তোলার জন্য আর এটিএম কার্ডের প্রয়োজন পড়বে না। পিন নম্বর মনে রাখারও প্রয়োজন হবে না। এজন্য দরকার হবে শুধু ফিঙ্গার প্রিন্ট ও চোখের মণির স্ক্যান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্যাঙ্কগুলি খুব শীঘ্রই বায়োমেট্রিক এটিএমের ব্যবহার শুরু করবে। এ ধরনের মেশিনে ফিঙ্গার প্রিন্ট ও রেটিনার স্ক্যান করে টাকা তোলা যাবে। ২০১৭-র শুরুতেই বায়োমেট্রিক এটিএম পরীক্ষা করে দেখা যাবে। এই পরীক্ষা সফল হলে এ ধরনের এটিএমের সংখ্যা বাড়ানো হবে।
গতমাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত বাণিজ্যিক, আঞ্চলিক, কো-অপারেটিভ ও পেমেন্ট ব্যাঙ্কগুলিকে বায়োমেট্রিক মেশিন চালু করতে বলেছিল। সেইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত ব্যঙ্কগুলিকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করারও নির্দেশ দিয়েছে। যাতে গ্রাহকরা বায়োমেট্রিক এটিএমের সুবিধা পেতে পারে, সেজন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যেই বায়োমেট্রিক এটিএম নিয়ে আসার উদ্যোগও শুরু করেছে। একটি ব্যাঙ্কের পদস্থ আধিকারিক জানিয়েছেন, কয়েকটি বাছাই করা শহর ও জায়গায় বায়োমেট্রিক এটিএম বসানোর পরিকল্পনা করা হয়েছে। পরে ধীরে ধীরে এর সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। কিন্তু এটা ঠিক যে, আগামী বছরেই বায়োমেট্রিক এটিএম শুরু হয়ে যেতে পারে।
ব্যাঙ্কিং সূত্রে খবর, দেশে প্রায় ১০০ কোটি মানুষ আধার কার্ড প্রকল্পে যুক্ত হয়েছেন। বায়োমেট্রিক এটিএমের সুবিধা পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাহকের আধার নম্বর থাকতে হবে।
বায়োমেট্রিক এটিএমে ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের জন্য স্ক্যানার থাকবে। সেইসঙ্গে মেশিনে থাকা ক্যামেরা গ্রাহকের চোখের রেটিনা যাচাই করবে। স্ক্যান সম্পূর্ণ হওয়ার পর এটিএম মেশিন কাজ শুরু করবে এবং গ্রাহক টাকা তুলতে পারবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement