ছাড়া পাবেন সোমবার, প্রথমেই মেয়ের খুনিকে খুঁজে বের করবেন, জানালেন নূপুর তলোয়ার
দসনা (গাজিয়াবাদ): উচ্চ আদালতের রায়ে আরুষি হত্যার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর প্রকাশ্যে মুখ খুললেন মা নূপুর তলোয়ার। জানালেন, জেল থেকে বেরিয়ে প্রথম কাজ হবে মেয়ের খুনিকে খুঁজে বের করা।
গতকাল রায় বের হওয়ার পর নূপুরের সঙ্গে প্রথম কথা বলেন গাজিয়াবাদের দসনা জেলে কর্মরত মহিলা এএসআই পুষ্পা শর্মা। তাঁর মতে, সকাল থেকেই আবেগপ্রবণ ছিলেন নূপুর। পুষ্পার দাবি, নূপুর তাঁকে জানান, জেল থেকে বেরিয়েই তিনি সবার আগে মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করবেন।
প্রসঙ্গত, গতকালই তলোয়ার দম্পতি—রাজেশ ও নূপুরকে একমাত্র মেয়ে আরুষির হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস করে এলাহাবাদ হাইকোর্ট।
এদিকে, আদালত থেকে মুক্তি মিললেও, জেলের বন্দিদশা থেকে তলোয়ার-দম্পতির মুক্তি পেতে পেতে সোমবার হবে বলে জানা গিয়েছে। দসনা জেল সুপার দধিরাম মৌর্য জানান, এখনও পর্যন্ত আদালতের রায়ের কপি তাদের হাতে পৌঁছয়নি। আগামী ২ দিন ছুটি হওয়ায় তা সম্ভব নয়। ফলে, সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজেশ ও নূপুরকে। মৌর্য জানান, রায়ের প্রতিলিপি তাদের কাছে পৌঁছলেই তলোয়ারদের ছেড়ে দেওয়া হবে।
২০১৩ সালের নভেম্বর থেকে জেলে বন্দি রাজেশ ও নূপুর। আরুষি ও হেমরাজ হত্যায় তাঁদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায় নিম্ন আদালত।