এক্সপ্লোর
Advertisement
শুক্রবারের প্রার্থনা পরিচালনা করায় 'জীবন্ত পুড়িয়ে মারার হুমকি', ভয় পাই না, বললেন কেরলের মহিলা 'ইমাম'
মালাপ্পুরম (কেরল): শুক্রবারের জুম্মার প্রার্থনা পরিচালনা করেন পুরুষরাই। কিন্তু লিঙ্গ বিভেদের প্রাচীর ভেঙে গত শুক্রবার কেরলের মালাপ্পুরমের ওয়ানদুর গ্রামে জুম্মাবারের প্রার্থনায় নেতৃত্ব দেন এক মহিলা। কোরান সুন্নত সোসাইটি সংগঠনের সাধারণ সম্পাদক ৩৪ বছর বয়সি জামিথা নামে ওই যুবতীর অভিযোগ, তাঁকে এজন্য হুমকি দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে প্রাণনাশের হুমকি সত্ত্বেও অবশ্য বিচলিত নন জামিথা। তাঁকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, আবার প্রার্থনায় নেতৃত্ব দেবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। জামিথা বলেছেন, সোস্যাল মিডিয়ায় প্রচার চলছে, আমি ইসলামকে ধ্বংস করছি। আমাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে, বেঁচে থাকতে দেওয়া উচিত হবে না। কিন্তু যারা আমায় আক্রমণ করছে, তারা আসলে কাপুরুষ। কোরানে নারী, পুরুষ ভেদাভেদ নেই, ইসলামও মহিলাদের ইমাম হওয়া আটকায় না বলে দাবি করেন জামিথা। তিনি পুলিশের কাছেও হুমকির ব্যাপারে অভিযোগ দায়ের করেননি। এলাকায় তাঁর পরিচয় জামিথা টিচার বলে।
কোরান সুন্নত সোসাইটি সূত্রের খবর, গত শুক্রবার 'ইমাম' জামিথার পরিচালনায় প্রার্থনায় যোগ দিয়েছিলেন মহিলা সমেত প্রায় ৮০ জন।
প্রসঙ্গত, ওই সোসাইটির সঙ্গে নাম জড়িয়ে রয়েছে চেক্কান্নুর মৌলবি নামে এক প্রগতিশীল ইসলামিক ধর্মগুরুর, যিনি ১৯৯৩ সালে আচমকা নিখোঁজ হয়ে যান। সিবিআই তাঁর অন্তর্ধানের তদন্ত করে সিদ্ধান্তে পৌঁছয় যে, তাঁকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement