এক্সপ্লোর
Advertisement
এবার বাংলাদেশ, আফ্রিকা, পাকিস্তানেও 'পতঞ্জলি', লাভের কড়ি ঢালব এইসব দেশের গরিবের উন্নয়নে, বললেন রামদেব
পুনে: বহুজাতিকদের বিরুদ্ধে সরব রামদেব। এক আলোচনাচক্রে রামদেব বলেছেন, ভারতের প্রতি কোনও ভালবাসাই নেই বহুজাতিক সংস্থাগুলির। ওরা কেউই এখানে টাকা বিলোতে আসে না, আসে মুনাফা লুটতে। ১ টাকা সঙ্গে নিয়ে এলে ১০০ টাকা লাভ করে চলে যায়। পতঞ্জলি এইসব বহুজাতিকের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
যোগগুরু বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি, মূলধন, সম্পদ, সব দিকেই স্বনির্ভর ভারত। তাই ভারতের বহুজাতিকদের প্রয়োজন নেই। বহুজাতিকদের কটাক্ষ করে রামদেবের সরস মন্তব্য, মোদীজী বিদেশি বিনিয়োগ টানতে দুনিয়া চষে বেড়ালেন। কত বিনিয়োগ এল, সবাই জানে। শেষে তো নোট বাতিল ঘোষণা করে দেশের ভিতর থেকেই টাকা বের করাতে হল ওনাকে!
পতঞ্জলি গোষ্ঠীকে তিনি বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলিতে নিয়ে যাচ্ছেন, একদিন পাকিস্তানেও পৌঁছে দেবেন বলে ঘোষণা করেন রামদেব। বলেন, লোকে বলে অন্য দেশে বাধা দেওয়া হবে আমাকে। কিন্তু আমি (পতঞ্জলি) নেপালে পা রেখেছি। বাংলাদেশ, আফ্রিকায় যাব। একদিন পাকিস্তানেও যাব। এই দেশগুলিতে যে মুনাফা হবে, তা সেখানকার গরিবদের উন্নয়নে ঢালব। তাহলে কেন এইসব দেশে আমার বিরোধিতা করা হবে?
রামদেবের ব্যাখ্যা, তাঁর ভাবনাচিন্তা বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, চিরন্তন। বিজ্ঞান ও প্রযুক্তি, জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে এই দেশগুলিতে সাহায্য করতে পারলে তাঁকে নিয়ে কোনও আপত্তিই থাকবে না। তিনি বলেন, গরিব দেশগুলিকে আমাদের সাহায্য করা উচিত। পাকিস্তানের দারিদ্র্য ঘুচলে ওরা কোনওদিন ভারতের সঙ্গে শত্রুতা করবে না। গরিব দেশগুলিকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হয়।ওদের গরিবির ফায়দা তোলে অন্যে। নিরক্ষরতা, গরিবিই দুনিয়ার আসল সমস্যা। তা মিটে গেলে কোনও দেশই যুদ্ধের রাস্তায় হাঁটে না।
আমরা পতঞ্জলির টাকায় ভারতে বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় গড়ব বলেও জানান রামদেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement