এক্সপ্লোর
অস্ত্র উন্নয়ন ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি, ২০১৯-এ ওড়িশা বিধানসভায় মিলবে ১২০ আসন, দাবি বিজেপির

ভুবনেশ্বর: ২০১৯-এর ওড়িশা বিধানসভা ভোটে ১৪৭ টা আসনের মধ্যে ১২০টাই যাবে তাঁদের ঝুলিতে। রাজ্য বিজেপি নেতা ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই দাবি করেছেন। ওড়িশার বারগা জেলায় বক্তৃতা দিতে গিয়ে প্রধান বলেছেন, তাঁরা আত্মবিশ্বাসী, আগামী বিধানসভা ভোটে সিংহভাগ আসন আসবে তাঁদের দখলে, বিজেডির হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দিয়ে তাঁরা নতুন সরকার গড়বেন। বিজেপি সভাপতি অমিত শাহও এর আগে ওড়িশায় ১২০টি আসন দখলের লক্ষ্য দলীয় কর্মীদের জন্য স্থির করে দিয়েছেন। পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ও উন্নয়নের অ্যাজেন্ডাই ওড়িশা জিতিয়ে দেবে বিজেপিকে। তাঁর বক্তব্য, রাজ্যের মানুষ পরিবর্তন আনতে মরিয়া, বিজেডির ১৮ বছরের কুশাসনে তারা হাঁফিয়ে উঠেছে। বারগা জেলার বীজেপুর বিধানসভায় সামনেই উপনির্বাচন। ২২ অগাস্ট এখানকার কংগ্রেস বিধায়কের মৃত্যুর পর থেকে আসনটি শূন্য রয়েছে। এখানকার ২৭০টি বুথেই বিজেপি প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার ব্যবস্থা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















