এক্সপ্লোর
Advertisement
মানবঢাল: চারদিক থেকে পাথরের মুখে একটাও গুলি না ছুঁড়ে সেদিন অনেকের প্রাণ বাঁচিয়েছি, মুখ খুললেন সেই মেজর, তদন্ত চলবে, জানাল কাশ্মীর পুলিশ
শ্রীনগর: গত ৯ এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটদানের সকালে এক কাশ্মীরী যুবককে সেনার জিপে বেঁধে মানব ঢাল করে নিজের বাহিনীর জওয়ানদের পাথর হামলা থেকে বাঁচিয়ে মেডেল পাওয়া ভারতীয় সেনা অফিসার মেজর লিতুল গগৈ মুখ খুললেন অবশেষে। তাঁর সেদিনের পদক্ষেপে প্রবল বিতর্ক হচ্ছে।
তবে ওই সেনা অফিসারের বক্তব্য, কাউকে প্রহার না করে বা একটাও গুলি না ছুঁড়ে সেদিন অনেকের প্রাণ বাঁচিয়েছি। কোনও অন্যায় করিনি। ভয় পাইনি, নিজের কর্তব্যে দায়বদ্ধ থেকেছি। চারদিক থেকে পাথর উড়ে আসছিল। কিন্তু আমরা নির্বিঘ্নে ভোটগ্রহণ সুনিশ্চিত করেছি।
আত্মপক্ষ সমর্থনে সেনা অফিসারের আরও সওয়াল, উদ্দেশ্য সত্ হলে কোনও ক্ষতিই হবে না আপনার। সদর্থক মনোভাব দেখান, কঠোর পরিশ্রম করুন। সব ঠিক থাকবে।
এদিকে গগৈকে সেনা মেডেল দিয়ে পুরস্কৃত করলেও সেদিন কোন পরিস্থিতিতে তিনি একজনকে মানব ঢাল করেছিলেন, সে ব্যাপারে তদন্ত যথারীতি চলতে থাকবে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেদিনের ঘটনায় কাশ্মীরে অসন্তোষ তৈরি হওয়ার পর সেনাবাহিনী তদন্তের নির্দেশ দেয়, মামলা করে রাজ্য পুলিশও।
আজ সোপোরে কাশ্মীর পুলিশের আইজি মুনির খান এ ঘটনায় দায়ের হওয়া এফআইআর খারিজ হয়নি বলে জানিয়েছেন। বলেছেন, তদন্ত হবে, তার ফলও জানানো হবে। এফআইআর রুজু হওয়া মানে তদন্ত সম্পূর্ণ করা হবে। তাতে কী বেরবে, সেটা ভিন্ন বিষয়, তবে তদন্ত হবে, কোনটা ঠিক, কোনটাই বা ভুল, দেখা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement