এক্সপ্লোর
Advertisement
২ লাখ টাকায় ১১ মাসের ছেলেকে বেচে দিয়েছেন! বাবার অভিযোগে গ্রেফতার মা
পানাজি: ১১ মাসের পু্ত্রসন্তানকে ২ লাখ টাকায় বিক্রি করেছে মা! শাইলা পাতিল নামে ওই মহিলার স্বামী তাঁর বিরুদ্ধে ছেলেকে বেচে দেওয়ার অভিযোগ জানিয়েছেন গোয়া পুলিশের কাছে। শাইলার পাশাপাশি দুধের শিশুকে অর্থের বিনিময়ে কেনায় অমর মোরজে, দরদামে রফায় সাহায্য করার অভিযোগে যোগেশ গোসাবি, অনন্ত দামাজিকেও গ্রেফতার করেছে গোয়া পুলিশ।
পোন্ডা থানার ইনস্পেক্টর হরিশ মাদকাইকার, যিনি অভিযোগের তদন্ত করছেন, জানিয়েছেন, শাইলা টাকার প্রয়োজন হওয়ায় স্বামীকে পুরোপুরি অন্ধকারে রেখে ১১ মাসের ছেলেকে বিক্রি করেছেন বলে অভিযোগ। শাইলা পুনের মহিলা। বাকি অভিযুক্তরা সবাই গোয়ার পারনেম তহসিলের বাসিন্দা। ২ লাখ টাকার খুব দরকার তাঁর, এ কথা জানিয়ে বাচ্চা বিক্রি করতে দুই বন্ধু গোসাভি ও দামাজির সাহায্য চান শাইলা। ওই দুজন যোগাযোগ করে মোরজের সঙ্গে, যে সন্তান নেই বলে কেনায় আগ্রহী ছিল। ২৩ মার্চ বাচ্চাটিকে মোরজের হাতে তুলে দেওয়া হয়। সেসময় শাইলার স্বামী বাড়িতে ছিলেন না। ফিরে তিনি ঘটনাটি জানার পর পুলিশের কাছে যান। ভারতীয় দণ্ডবিধির মানব পাচার রোধ সংক্রান্ত ধারায় পুলিশ মামলা দায়ের করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement