এক্সপ্লোর
গণধর্ষণের ভুয়ো অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার মহিলা

মুজফফরনগর: ভুয়ো গণধর্ষণের মামলায় এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে ২৬ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে তাঁর দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৭ মে ওই মহিলা চাপার থানায় রবীন্দর কুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পরে তদন্তে জানা যায় যে, এই অভিযোগ দায়েরের জন্য ওই মহিলা ৪০ হাজার টাকা পেয়েছিলেন। সিটি পুলিশ সুপার ওমবীর সিংহ এ কথা জানিয়েছেন। ভুয়ো গণধর্ষণের মামলা দায়ের করায় গতকাল ওই মহিলা সহ আরও দুজনকে গ্রেফতার করা হয়। আরও এক অভিযুক্ত ফেরার। ওই মহিলা অভিযোগ করেছিলেন, চাকরি দেওয়ার টোপ দিয়ে কুমার ও তাঁর বন্ধুরা তাঁকে ধর্ষণ করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















