এক্সপ্লোর
Advertisement
দাবি, তিনি সঞ্জয় গাঁধীর মেয়ে, ইন্দু সরকার ছবির বিরুদ্ধে খড়গহস্ত এই মহিলা
নয়াদিল্লি: তিনি সঞ্জয় গাঁধীর গোপন সন্তান। এমনই দাবি করেছেন প্রিয়া সিংহ পাল নামে জনৈক মহিলা। তাঁর অভিযোগ, মধুর ভাণ্ডারকরের আগামী ছবি ইন্দু সরকারে তাঁর মাকে খারাপভাবে দেখানো হয়েছে। একইভাবে বদনাম করা হয়েছে তাঁর 'ঠাকুমা' ইন্দিরা গাঁধীকে।
দিল্লির তিস হাজারি আদালতের দ্বারস্থ হয়েছেন ৪৮ বছরের প্রিয়া। তাঁর দাবি, তাঁকে ভুয়ো কাগজপত্রের সাহায্যে দত্তক নেওয়া হয়েছিল, আসলে তিনি ইন্দিরা পুত্র সঞ্জয়ের সন্তান। বড় হওয়ার পর তাঁকে জানানো হয় তাঁর আসল বাবার পরিচয়। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের নজর পাওয়ার জন্য তিনি মোটেই ব্যাকুল নন। কিন্তু ইন্দু সরকারে এমন কিছু দেখানো হচ্ছে, যাতে তাঁর আপত্তি রয়েছে। তাই এতদিনে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি।
নিজেকে সঞ্জয়ের বন্ধু বলে দাবি করা জনৈক গোস্বামী সুশীলজি মহারাজও আদালতে এফিডেভিট করে দাবি করেছেন, তিনি খুব ভালভাবে জানেন, বিয়ের ঢের আগেই সঞ্জয়ের একটি কন্যা সন্তান হয়।
জরুরি অবস্থার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ভাণ্ডারকরের ইন্দু সরকার। ছবিতে তাদের ও গাঁধী পরিবারকে খারাপভাবে দেখানো হয়েছে বলে হইচই জুড়েছে কংগ্রেস। আলাদা স্ক্রিনিংয়েরও দাবি করেছে তারা। কিন্তু ভাণ্ডারকর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের জন্য তিনি ছবির আলাদা স্ক্রিনিং করবেন না।
২৮ তারিখ মুক্তি পাবে ছবিটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement