নয়ডার ফ্ল্যাটে কুপিয়ে খুন মহিলা ও তাঁর মেয়ে, নিখোঁজ ছেলে
গ্রেটার নয়ডা: নিজের ঘরেই খুন হলেন ৪২ বছরের এক মহিলা ও তাঁর ১২ বছরের কন্যা। ঘটনাটি ঘটেছে নয়ডায়। ঘটনার পর থেকেই নিখোঁজ ১৫ বছরের ছেলে—যাকে অভিযুক্ত হিসেবে মনে করা হচ্ছে। তার খোঁজ করছে পুলিশ।
এদিন তালা ভেঙে অ্যাপার্টমেন্টে ঢুকে জোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিশার্খের এসএইচও অজয় শর্মা জানান, দেহগুলি কম্বল দিয়ে মোড়ানো ছিল।
প্রাথমিক অনুমান, মহিলা ও তাঁর মেয়েকে প্রথমে ব্যাট দিয়ে প্রহার করা হয়। এরপর স্ক্রু-ড্রাইভার দিয়ে কোপানো হয়। তদন্তে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশের অনুমান, ঘটনার সময় তিন ব্যক্তি উপস্থিত ছিল। নিহত মহিলা ও তাঁর মেয়ে এবং মহিলার ছেলে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক কারণে মহিলার স্বামী বাইরে রয়েছেন। আর বাড়ির বয়োজ্যষ্ঠরা উত্তরাখণ্ডে।
অ্যাপার্টমেন্টের বাইরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সওয়া ৭টা নাগাদ মহিলা ও তাঁর মেয়ে বাইরে যান। আটটা নাগাদ ফিরে আসেন। তারপর থেকে দুজনকেই আর বাইরে দেখা যায়নি।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করতে পেরে মহিলার স্বামী এক প্রতিবেশীকে ফোন করেন। ওই প্রতিবেশী ইন্টারকমের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু, কেউ ফোন ধরেনি।
এরপর পুলিশে খবর দেওয়া হল, তারা তালা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতির তত্ত্বও খারিজ করছে না পুলিশ। তবে, মহিলার স্বামী এলেই তা স্পষ্ট হবে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলের খোঁজ চালানো হচ্ছে।