এক্সপ্লোর
Advertisement
সংবিধান অনুসারে শবরীমালা মন্দিরে ঢোকা মহিলাদের মৌলিক অধিকার, রায় সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: কেরলের বিখ্যাত শবরীমালা মন্দিরে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও প্রবেশ ও প্রার্থনার সমান অধিকার আছে। সংবিধান অনুসারে ধর্মাচরণের স্বাধীনতা মৌলিক অধিকার। আজ এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রর সাংবিধানিক বেঞ্চ বলেছে, ‘সাংবিধানিক নির্দেশের বিরোধিতা করে কি কোনও ধর্মীয় আচরণ চলতে পারে? একজন পুরুষের প্রবেশাধিকার থাকলে একজন মহিলাও সেখানে যেতে পারেন। একজন পুরুষের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা একজন মহিলার ক্ষেত্রেও প্রযোজ্য।’
কেরলের হিন্দু ধর্মস্থান আইনের (১৯৬৫) কথা উল্লেখ করে আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, সব হিন্দুরই মন্দিরে প্রবেশের অধিকার আছে। এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হলে সেটি সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে অস্পৃশ্যতা হিসেবে গণ্য হবে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘সবারই সমানভাবে ধর্মীয় বিশ্বাস প্রকাশ এবং স্বাধীনভাবে ধর্মীয় কার্যকলাপের অধিকার আছে। তাই মহিলাদের প্রার্থনার অধিকার আইনের উপর নির্ভরশীল নয়। এটি সাংবিধানিক অধিকার।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement