এক্সপ্লোর
Advertisement
এমফিল ও পিএইচডি শেষ করতে অতিরিক্ত সময় মহিলাদের: স্মৃতি
নয়াদিল্লি: এমফিল ও পিএইচডি সম্পূর্ণ করতে মহিলা ও শারীরিকভাবে প্রতিবন্ধী পড়ুয়ারা অতিরিক্ত সময় পাবেন। শিক্ষাঙ্গনে তাঁদের অধিকতর যোগদানে উত্সাহিত করতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ণমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং প্রকাশ করতে গিয়ে এ কথা জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ণমন্ত্রী স্মৃতি ইরানি। উল্লেখ্য, এই প্রথম এ ধরনের র্যাঙ্কিং প্রকাশ করা হল।
স্মৃতি বলেন, উচ্চশিক্ষায় মহিলার যোগ দেন ঠিকই। কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁদের অনেককেই ফ্যাকাল্টি হিসেবে দেখা যায় না। মন্ত্রী বলেছেন, তাঁরা যাতে যথাযথ সক্রিয়তার সঙ্গে এমফিল ও পিএইচডি সম্পূর্ণ করতে পারেন, তা নিশ্চিত করতে নিয়মাবলী শিথিল করতে তিনি ইউজিসি-কে অনুরোধ করেছেন। এমফিল করার ক্ষেত্রে সময়সীমা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। আর পিএইচডি-র ক্ষেত্রে সময়সীমা ৬ থেকে বাড়িয়ে ৮ বছর করা হয়েছে।
স্মৃতি আরও জানিয়েছেন, দুই ক্ষেত্রেই মাতৃত্বকালীন ২৪০ দিনের ছুটি সময়সীমার বাইরে থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement