এক্সপ্লোর
মোদীর বিমানও কোটা বিমানবন্দরে নামতে দেব না: বিজেপি বিধায়ক

কোটা: রাজস্থানের কোটায় বিমান যোগাযোগের অভাব নিয়ে ঘোরতর অসন্তুষ্ট বিজেপি বিধায়ক ভবানী সিংহ রাজাওয়াত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই এলাকায় কোনও ভিআইপি-র বিমান নামতে দেওয়া হবে না। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানও না। একটি পোস্ট অফিস পাসপোর্ট সেবাকেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে ভবানী সিংহ বলেছেন, কোটার বিমানবন্দর সাধারণ মানুষ নয়, যেন রাজনৈতিক নেতাদের হয়ে উঠেছে। কারণ এখানে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ছোট বিমানই অবতরণ করতে পারে। জনসাধারণের জন্য যদি বিমানবন্দর না গড়া হয়, তাহলে প্রধানমন্ত্রীর বিমানও এখানে নামতে দেওয়া উচিত নয়। বিজেপির এই বিধায়ক এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি বিধায়ক চন্দ্রকান্ত মেঘাওয়ালের নেতৃত্বে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বেঁধে গিয়েছিল। এ প্রসঙ্গে ভবানী সিংহ বলেছিলেন, ঘটনাস্থলে তিনি থাকলে পুলিশের ঘাড় মটকে দিতেন। এয়ার ট্রাফিকের অভাব ও অন্যান্য কারণে কোটা বিমানবন্দর থেকে উড়ান ১৯৯৪ থেকে বন্ধ হয়ে যায়। এই বিমান পরিষেবা চালু করার দাবি তখন থেকেই রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















