এক্সপ্লোর
ইয়েদুরাপ্পার ছেলের এসইউভি-র তলায় চাপা পড়ে মৃত্যু পথচারীর, গ্রেফতার চালক

বেঙ্গালুরু: বৃহস্পতিবার রাতে ইয়েদুরাপ্পার ছেলের এসইউভি তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এসইউভির চালককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র ঘাতক গাড়িটিতে ছিলেন। হোন্নালি তালুকের কাছে মাদাপুরা ক্রসে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় কর্ণাটকের শিকারিপুরের বিধায়ক তাঁর কেন্দ্রে যাচ্ছিলেন। সুরেশ নামের ছেলেটিকে ধাক্কা দেয় এসইউভিটি। নিহত তরুণ মাদাপুরা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রায় কয়েকশো লোক জড়ো হয় । ওই রাস্তায় সেই সময় কোনও আলো ছিল না বলে জানা গিয়েছে। রাত ৮টা বেজে ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে যান হোন্নালির ইন্সপেক্টর জেআর.রমেশ এবং প্রাক্তন মন্ত্রী এমপি রেণুকাচার্য। নিয়ামাথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















