এক্সপ্লোর
Advertisement
আধারের সঙ্গে যুক্ত না হলে ডিসেম্বর থেকে বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড!
নয়াদিল্লি: আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড কী আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে? যদি যুক্ত না থাকে তাহলে আপনার প্যান কার্ডটি ৩১ ডিসেম্বর, ২০১৭-র পর বাতিল হয়ে যেতে পারে। বৃহস্পতিবার সরকারি এক সূত্রের তরফে এমনই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, আধারের ব্যবহার বাড়াতেই কেন্দ্রীয় সরকার এধরনের পদক্ষেপ নিতে চলেছে।
বর্তমানে সমস্ত করদাতাদের আয়কর রিটার্ন ফাইল করার সময় প্যান নম্বর জমা দিতে হয়। কিন্তু বহু ছাত্র-ছাত্রীরা প্যান কার্ডকে নিজের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করে। এরফলে অনেকক্ষেত্রে জালিয়াতির পরিমাণ বেড়ে যায়। সেই সমস্ত বন্ধ করতেই কেন্দ্রের এই উদ্যোগ। কেন্দ্রের দাবি একটি ইউনিক আইডেনটিফিকেশন নম্বর থাকলে, বিভিন্ন ধরনের জালিয়াতি বন্ধ করা যাবে।
নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি এক আধিকারিকের দাবি, প্যান কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করার সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে বেধে দেওয়া হয়েছে, কারণ মনে করা হচ্ছে, তারমধ্যে আধারে নথিভূক্ত হওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। কেন্দ্রের আশা এই বছরের শেষ নাগাদ অন্তত ৯৮ শতাংশ মানুষই আধার কার্ড পেয়ে যাবেন, এবং এই সময়ের মধ্যে প্যান কার্ড নম্বর আধারের সঙ্গে যুক্ত করার জন্যে যথেষ্ট বলেও মনে করছে কেন্দ্র।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্র বিভিন্ন জরুরি পরিষেবা পেতে আধার বাধ্যতামূলক করে দিচ্ছে। এই নিয়ে বিভিন্ন স্তরে কড়া সমালোচনা হলেও, কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড়ই থাকছে।
আধারের সঙ্গে প্যান নম্বর যুক্ত করতে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে
- এই ওয়েবসাইটে ক্লিক করুন https://incometaxindiafiling.gov.in
- এই লিঙ্কটি খুললেই উইনডোজে প্যান এবং আধার নম্বর লিঙ্ক করার জন্যে দুটোর ইউনিক আইডেন্টিফিকেশ্যান নম্বর চাইবে
- এরপর একটি বক্সে আধার নম্বরটি লিখতে হবে
- তারপর দেখতে হবে আধারের তথ্যের সঙ্গে আপনার প্যানের সমস্ত যেমন নাম, জন্ম সময়, এবং লিঙ্গ মিলেছে কিনা।
- এরপর দুটি কার্ডের তথ্য মিলিয়ে দেখা হবে
- তারপর 'ক্লিক নাও' বাটনে ক্লিক করলেই দেখিয়ে দেবে আপনার আধারের সঙ্গে প্যান যুক্ত হয়েছে কিনা।
- মূলত দুটি কার্ডে সমস্ত বিস্তারিত তথ্য মিললে তবে আপনার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement