ডেলিভারি বয়ের ধর্মে আপত্তি, খাবারের কোনও ধর্ম হয় না, খদ্দেরকে জানাল এই সংস্থা
টুইটারেই জবাব দেয় জোমাটো। তারা লেখে, খাবারের আলাদা কোনও ধর্ম হয় না। খাবারই একটা ধর্ম।
নয়াদিল্লি: ডেলিভারি ম্যান হিন্দু নয়। তাই তাঁর আনা খাবার গ্রহণ করা সম্ভব নয়। পাঠাতে হবে কোনও হিন্দুকে। এক গ্রাহকের এহেন দাবির প্রেক্ষিতে জনপ্রিয় খাবার ডেলিভারি সংস্থা ‘জোমাটো’-র দেওয়া উত্তর সকলের প্রশংসা কুড়িয়েছে। ওই গ্রাহকের টুইট ও জোমাটোর যথাযোগ্য উত্তর এখন সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মঙ্গলবার রাতে, মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্ল নামে এক ব্যক্তি জোমাটোয় খাবারের অর্ডার দেন। কিন্তু, ডেলিভারি বয় ‘অ-হিন্দু’ হওয়ায়, তিনি সেই অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন। জোমাটো তিনি সেই সিদ্ধান্ত জানালে, সংস্থা তাঁর টাকা ফেরত দিতে অস্বীকার করে। টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে গোটা বিষয়টি জানান অমিত। একইসঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন।
অমিত লেখেন, এইমাত্র জোমাটোর একটা অর্ডার ক্যানসেল করলাম। কারণ তারা একজন অ-হিন্দু রাইডারকে দিয়ে আমার খাবার পাঠিয়েছিল। ওরা (জোমাটো) জানিয়েছে, তারা রাইডার বদলাবে না, ক্যানসেল করার জন্য টাকাও ফেরত দেবে না। আমি বলেছি, আপনারা আমাকে খাবার নিতে বাধ্য করতে পারেন না। আমি খাবার চাই না। স্রেফ টাকা ফেরত দিন। নিজের টুইটের সঙ্গে জোমাটোর সঙ্গে হওয়া তাঁর কথোপকথনের স্ক্রিনশটও যোগ করেন অমিত। সঙ্গে জানান, তিনি এটাও দাবি করেন, তিনি এই বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেবেন।Just cancelled an order on @ZomatoIN they allocated a non hindu rider for my food they said they can't change rider and can't refund on cancellation I said you can't force me to take a delivery I don't want don't refund just cancel
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
@ZomatoIN is forcing us to take deliveries from people we don't want else they won't refund and won't cooperate I am removing this app and will discuss the issue with my lawyers
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
টুইটারেই জবাব দেয় জোমাটো। তারা লেখে, খাবারের আলাদা কোনও ধর্ম হয় না। খাবারই একটা ধর্ম। জোমাটোর সিদ্ধান্তকে সমর্থন করে টুইট করেন সংস্থার কর্ণধার দীপেন্দর গয়াল। তিনি লেখেন, আমরা ভারতের বৈচিত্র্যের জন্য গর্বিত। একইভাবে, আমাদের বিভিন্ন গ্রাহক ও সহযোগীদের বৈচিত্র্য নিয়েও গর্বিত। আমরা সেই সব ব্যবসায়িক লেনদেনে ক্ষতির সম্মুখীন হতে পিছপা হব না, যা আমাদের সেই আদর্শের পথে বাধাদান হয়ে দাঁড়ায়।This is my objection pic.twitter.com/U4DjaHONoo
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
Food doesn’t have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— Zomato India (@ZomatoIN) July 31, 2019
গয়ালের এই বলিষ্ঠ বার্তাকে সমর্থন করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। জোমাটোর উত্তর সাধারণ টুইটারাটিদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি, অনেকে অমিতকে তীব্র আক্রমণও করেন।We are proud of the idea of India - and the diversity of our esteemed customers and partners. We aren’t sorry to lose any business that comes in the way of our values. ???????? https://t.co/cgSIW2ow9B
— Deepinder Goyal (@deepigoyal) July 31, 2019