National Youth Day 2024: অনুপ্রেরণা হোক স্বামী বিবেকানন্দের শিক্ষা, এই লক্ষ্যেই শুরু হয়েছিল জাতীয় যুব দিবস
National Youth Day Celebrations: স্বামী বিবেকানন্দের জন্মদিবসে পালন করা হয় এই দিনটি। ১৯৮৪ সালে প্রথমবার ভারত সরকার দিনটি পালন শুরু করে।
কলকাতা: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং আধ্যাত্মিক নেতাদের একজন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)। তাঁর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস (National Youth Day) বা রাষ্ট্রীয় যুব দিবস উদযাপিত হয়। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। প্রথম জীবনে তাঁর নাম নরেন্দ্রনাথ দত্ত, পরে রামকৃষ্ণ পরমহংস দেবের সংস্পর্শে এসে বেছে নেন আধ্যত্মিকতার পথ, তারপরে সারা বিশ্ব তাঁকে চেনে স্বামী বিবেকানন্দ নামে।
১৯৮৪ সালে প্রথম ভারত সরকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করার ঘোষণা করে। উদযাপনের উদ্দেশ্য হল ভারতীয় যুবকদের স্বামী বিবেকানন্দের শিক্ষা, জীবনধারা এবং চিন্তাধারায় অনুপ্রাণিত করা। যুবকদের কঠোর পরিশ্রম করা, একাগ্রতা, পড়াশোনা এবং দেশের সামগ্রিক উন্নয়নে তাঁদের অবদান রাখার বিষয়ে সচেতনতার বার্তা দেয় এই দিনটি।
এই বছরের জাতীয় যুব দিবসের থিম 'সঙ্কল্প থেকে সিদ্ধি', 'ইউথ ফর ডিজিটাল ইন্ডিয়া', 'ইন্ডিয়ান ইউথ ফর ডেভেলপমেন্ট, স্কিল অ্যান্ড হারমনি'।
National Youth Day is celebrated every year to honour the ideals and thoughts of Swami Vivekananda; a timeless Youth Icon revered world over.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 12, 2024
Greetings to the Youth of India on the National Youth Day. pic.twitter.com/IiCgOdshMg
এই বছর ২৭তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহারাষ্ট্রের নাসিকে হবে উৎসবের সূচনা। এই দিনে ১ লক্ষ যুবকের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিংহ ঠাকুর। এদিন সারা দেশের ৭৬৩টি জেলায় জেলাস্তরে বড় করে অনুষ্ঠান হবে, শ্রদ্ধা জানানো হবে স্বামী বিবেকানন্দকে, জানিয়েছেন PIB
প্রধানমন্ত্রীর বার্তা:
জাতীয় যুব দিবসের দিন স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডেলে একটি পোস্টে ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য স্বামী বিবেকানন্দের অবদানের স্মরণ করেন তিনি। তিনি লিখেছেন, 'স্বামী বিবেকানন্দকে শত প্রণাম, তিনি ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। তাঁর ভাবনা, বার্তা সবসময় দেশের যুব সম্প্রদায়কে কিছু করে দেখানোর জন্য উদ্বুদ্ধ করে।'
भारतीय अध्यात्म और संस्कृति को वैश्विक पटल पर स्थापित करने वाले स्वामी विवेकानंद को उनकी जन्म-जयंती, राष्ट्रीय युवा दिवस के अवसर पर शत-शत नमन। ऊर्जा और स्फूर्ति से परिपूर्ण उनके विचार और संदेश युग-युगांतर तक युवाओं को कुछ कर गुजरने के लिए प्रेरित करते रहेंगे। pic.twitter.com/4TfuLBiKLn
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
আরও পড়ুন: দেশের ৬ রাজ্যে পেট্রোলের দাম কমল, কলকাতায় জ্বালানির দর কত ?