RG Kar News: 'দায়ভার কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর', দাবি নিহত চিকিৎসকের বাবার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শিয়ালদা আদালতের রায়ের কপি পড়ে, সমস্ত দায়ভার কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর। নিজেদের অবস্থানে অনড় থেকে ফের এই দাবি করলেন নিহত চিকিৎসকের বাবা। অন্যদিকে তাঁদেরকে বেনজির আক্রমণ করল তৃণমূলও। নিহতের বাবা-মাকে চক্রান্তকারীদের মুখপাত্র বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।
মাটির নীচে বাঙ্কার তৈরি করায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ সীমান্তের অদূরেই মিলেছে ৪টি বাঙ্কার। মাটির নীচে বাঙ্কার তৈরি করায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এর আগেও এমন গোপন কুঠুরির হদিশ মিলেছে। যার সঙ্গে রয়েছে জঙ্গি-যোগ। বাঙ্কার নিয়ে আশঙ্কা যে অমূলক নয়, তা মানছেন প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে BSF-এর প্রাক্তন আধিকারিকরাও।
শেষরক্ষা হল না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের। আর তাঁর মৃত্যুর অন্যতম কারণ হিসেবে স্যালাইনকেই দায়ী করল পরিবার। ময়নাতদন্ত চেয়েও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করল পরিবার। ঘটনার প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ মেডিক্য়ালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।


















