এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ন্ট
লস অ্যাঞ্জেলস থেকে আচমকা হাওয়ায় চপারে আগুন লেগে যায়। ঘুরপাক খেতে খেতে নীচে এসে পড়ে সেটি। ঘটনাস্থলেই সব যাত্রীর মৃত্যু হয়।
নয়াদিল্লি: প্রবাদপ্রতিম বাস্কেটবল তারকা কোবি ব্রায়ন্ট মারা গিয়েছেন। গতকাল ক্যালিফোর্নিয়ার কৈলাবেসেসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রায়ন্ট সহ ৯ জন। তাঁর মেয়ে ১৩ বছরের গিয়ানাও এই দুর্ঘটনায় মারা গিয়েছে। কোর্ট থেকে অবসর নিলেও ব্রায়ন্ট বাস্কেটবল দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত।
লস অ্যাঞ্জেলস থেকে আচমকা হাওয়ায় চপারে আগুন লেগে যায়। ঘুরপাক খেতে খেতে নীচে এসে পড়ে সেটি। ঘটনাস্থলেই সব যাত্রীর মৃত্যু হয়। কপ্টারটি ছিল ব্রায়ন্টের ব্যক্তিগত সম্পত্তি। ঠিক কীভাবে তাতে আগুন লাগল এখনও জানা যায়নি।
কোবে ব্রায়ন্টের মত খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাস্কেটবল জগতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। বলেছেন, গিয়ানার মৃত্যু আরও দুঃখজনক।
Kobe Bryant, despite being one of the truly great basketball players of all time, was just getting started in life. He loved his family so much, and had such strong passion for the future. The loss of his beautiful daughter, Gianna, makes this moment even more devastating....
— Donald J. Trump (@realDonaldTrump) January 26, 2020
প্রাক্তন মার্কিন প্রেসি়ডেন্ট বারাক ওবামাও ব্রায়ন্ট ও গিয়ানার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ-তে ২০ বছর খেলেছেন ব্রায়ন্ট। জিতেছেন ৫টি চ্যাম্পিয়নশিপ। ১৮ বার হয়েছেন অল স্টার। ২০০৮ ও ২০১২ অলিম্পিকে আমেরিকাকে বাস্কেটবলে স্বর্ণপদক জেতান। ২০১৬ সালে এনবিএ-র তৃতীয় সর্বকালীন সেরা স্কোরার হিসেবে অবসর নেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement