Sharad Pawar : শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের দ্বারস্থ NCP
Death Threat : সোশাল মিডিয়ায় NCP সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি দলের

মুম্বই : বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ারকে (Sharad Pawar) প্রাণনাশের হুমকি (Death Threat)। সোশাল মিডিয়ায় NCP সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দলের। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, FIR রুজু করতে চলেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। এমনই জানিয়েছেন মুম্বই পুলিশের সিনিয়র এক আধিকারিক।
আজ মুম্বই পুলিশের প্রধান বিবেক ফানসালকারের সঙ্গে দেখা করে NCP-র একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন পাওয়ার-কন্যা ও লোকসভার সদস্য সুপ্রিয়া সুলে। তিনি পুলিশকে জানান, ৮২-র শরদ পাওয়ারকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। যেখানে তাঁকে বলা হয়েছে, শীঘ্রই (নরেন্দ্র) দাভোলকারের মত পরিণতি হবে তাঁর।
প্রসঙ্গত, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছিলেন নরেন্দ্র দাভোলকার। ২০১৩ সালে ২০ অগাস্ট তিনি যখন সকালে পুণের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন, সেই সময় বাইক চালিয়ে এসে দুই আততায়ী তাঁকে গুলি করে খুন করে। পাওয়ারকে হুমকির একটি স্ক্রিনশট পুলিশের কাছে জমা দিয়েছেন সুপ্রিয়া সুলে। তিনি বলেন, পাওয়ার সাহেবকে উদ্দেশ্য করে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পেয়েছি। তাঁকে ওয়েবসাইটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। তাই আমি পুলিশের কাছে এসেছি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। এ ধরনের কাজকর্ম নিম্নমানের রাজনীতির পরিচয় এবং এটা থামানো উচিত।
#WATCH | Mumbai | "I received a message on WhatsApp for Pawar Sahab. He has been threatened through a website. So, I have come to the Police demanding justice. I urge Maharashtra Home Minister and Union Home Minister. Such actions are low-level politics and this should stop..,"… pic.twitter.com/C7zwuJlzQq
— ANI (@ANI) June 9, 2023
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে বলেন (Maharashtra CM Eknath Shinde), "ট্যুইটারে সিনিয়র নেতা শরদ পাওয়ার যে হুমকি পেয়েছেন, সেটাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিনিয়র পুলিশ আধিকারিকদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তাঁদের তদন্তের নির্দেশ দিয়েছি। শরদ পাওয়ার একজন বর্ষীয়ান নেতা এবং তাঁকে আমরা সম্মান করি। তাঁর নিরাপত্তায় যত্ন নেওয়া হচ্ছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে নিরাপত্তা বাড়াতে।"
The government has taken serious note of the threat received by senior leader Sharad Pawar on Twitter and I have personally spoken to senior police officers and have given instructions for investigation. Sharad Pawar is a senior leader and we all respect him. Their safety will be… https://t.co/sO4h12AXIS pic.twitter.com/d9qBaBcsqE
— ANI (@ANI) June 9, 2023
পুলিশের তরফে এক আধিকারিক বলেন, "আমরা বিষয়টি দেখছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর জন্য এনসিপি প্রতিনিধি পাঠিয়েছিল। সাউথ রিজিয়ন সাইবার থানার পুলিশ এফআইআর রুজু করতে চলেছে।"






















