NDA Bihar Manifesto: ১ কোটি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার, বিহারে জিততে ইস্তেহারে প্রতিশ্রুতির বন্যা মোদি-নীতীশের
Bihar Election 2025: প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতীশ কুমার ও জেপি নাড্ডা।

পটনা: বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA) বিহার বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। তেজস্বী যাদবদের পালটা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে বিহারে ক্ষমতায় থাকা এনডিএ সরকার।
এই ইস্তাহারটি পাটনায় একটি প্রেস কনফারেন্সে উন্মোচিত হয়েছে, যেখানে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ইউনিয়ন মন্ত্রী চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝি, ধর্মেন্দ্র প্রধানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতীশ কুমার ও জেপি নাড্ডা। সেই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলাদের জন্য। নীতীশ কুমারের প্রতিশ্রুতি, এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। এক কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
STORY | NDA releases manifesto for Bihar polls; promises jobs to one cr youth, free education, infra growth
— Press Trust of India (@PTI_News) October 31, 2025
The NDA on Friday released its manifesto for the Bihar assembly polls, promising jobs to one crore youth, making of one crore 'Lakhpathi Didi', metro train services in… pic.twitter.com/DOExQhGV1l
এনডিএ-এর এই ইস্তেহারে যুবকদের জন্য চাকরির প্রতিশ্রুতি, বিনামূল্যে শিক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এটি ২৫টি মূল প্রতিশ্রুতির উপর ভিত্তি করে তৈরি, যা যুবক, মহিলা, কৃষক, পিছিয়েপড়া শ্রেণী এবং দলিতদের উন্নয়নকে লক্ষ্য করে। নির্বাচনটি ৬ এবং ১১ নভেম্বর দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে, ফলাফল ১৪ নভেম্বর প্রকাশিত হবে।
মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য, ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। তেজস্বী যাদব দাবি করেছেন, বিহারে মহাজোট জিতলে সার্বিক উন্নয়ন হবে।






















