BJP Meet : বিরোধীদের পাল্টা শক্তি প্রদর্শন ! বিজেপির নেতৃত্বে দিল্লিতে এনডিএ-র মেগা বৈঠক
JP Nadda : গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার যে বৈঠকের প্রাক্কালে দাবি, ৩৮ দলের সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে।
নয়াদিল্লি : একদিকে ২৬, উল্টোদিকে পাল্টা ৩৮ ! বিরোধীরা বেঙ্গালুরুতে, তো বিজেপি (BJP) দিল্লিতে। মঙ্গলবার জাতীয় রাজনীতিতে জোড়া মেগা বৈঠক ঘিরে তুঙ্গে তরজা। আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024), তার আগে রাজনৈতিক দলগুলি স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছে। পাটনার পর বেঙ্গালুরুতে কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), আম আদমি পার্টি সহ ২৬ টি বিরোধী দলের বৈঠক। কেন্দ্রের শাসক গেরুয়া শিবিরের বিরুদ্ধে এককাট্টা লড়াইয়ের ডাক দিয়ে এক টেবিলে একাধিক রাজনৈতিক যুযুধান শিবির। আর মঙ্গলবারই রাজধানী বিজেপির নেতৃত্বে এনডিএ-র বৈঠক।
গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার যে বৈঠকের প্রাক্কালে দাবি, ৩৮ দলের সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে। যদিও যার মধ্যে বেশিরভাগ দলই তুলনামূলক ছোট দল। অনেকেরই সাংসদ নেই বা যৎসামান্য। তবে নম্বরের বিচারে বিজেপি বিরোধীদের টেক্কা দিচ্ছে, সেই বার্তাই যেন এনডিএ শিবিরের মেগা বৈঠকে স্পষ্ট। তাও আবার, যেদিন বিরোধীরা বেঙ্গালুরুতে (Bengaluru) মেগা বৈঠক ডেকেছেন, ঠিক সেদিনই।
গত কয়েক বছরে সবচেয়ে পুরনো সঙ্গী শিরোমণি অকালি দল, নীতীশ কুমারের জেডিইউ (JDU), শিবসেনার মতো শরিক NDA ছেড়ে বেরিয়ে গেছে। পাটনাতে বিজেপি বিরোধী দলগুলির প্রথম বৈঠক হয়েছিল নীতীশ কুমারের আহ্বানেই। লোকসভা ভোটের আগে বিরোধীরা যখন একজোট হচ্ছে, তখন ৩৮টি দলকে নিয়ে বৈঠক ডেকে পাল্টা শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে NDA। বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবার দিল্লির একটি হোটেলে NDA-র বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
৩৮টি দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। সূত্রের দাবি, NDA-র পুরনো সদস্য ছাড়া নতুন হিসেবে যোগ দেবে একনাথ শিণ্ডের শিবসেনা। অজিত পাওয়ারের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ NCP গোষ্ঠী ও পি রাজভর নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের SBSP। বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে কী উঠে আসে সেদিকে যেমন নজর, তেমনই বিজেপির নেতৃত্বে দিল্লিতে এনডিএ জোটের বৈঠক শেষে কী বার্তা উঠে আসে, সেদিকেই আপাতত নজর দেশের রাজনীতিমহলের।
আরও পড়ুন- অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial