![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
প্রিয় বিষয় পদার্থবিদ্যা, নিট পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম সায়ক বিশ্বাসের ইচ্ছে ক্যান্সার নিয়ে গবেষণা করার
৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়ে দেশে প্রথম ওড়িশার রৌরকেল্লার শোয়েব আফতাবের আদি বাড়ি হাওড়ার বাগনানে...
![প্রিয় বিষয় পদার্থবিদ্যা, নিট পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম সায়ক বিশ্বাসের ইচ্ছে ক্যান্সার নিয়ে গবেষণা করার NEET 2020: All Bengal Ranking 1 Sayak Biswas wish to do research with cancer প্রিয় বিষয় পদার্থবিদ্যা, নিট পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম সায়ক বিশ্বাসের ইচ্ছে ক্যান্সার নিয়ে গবেষণা করার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/18194511/web-neet-sayak-still-171020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর ফল।
নিট-এ এবার বাঙালি পড়ুয়ার নজরকাড়া ফল। পূর্ণ নম্বর পেয়ে প্রথম ওড়িশার রৌরকেল্লার শোয়েব আফতাব। তিনি ৭২০-র মধ্যে পেয়েছে ৭২০-ই।
শোয়েবের আদি বাড়ি হাওড়ার বাগনানে। বাবা কর্মসূত্রে থাকেন রৌরকেল্লায়। সেখানেই বড় হয়ে ওঠা আফতাবের। ক্লাস ইলেভেনের পর শোয়েব জন্য চলে যান রাজস্থানের কোটায়। সেখান থেকেই রেকর্ড গড়েছেন শোয়েব। যদিও, নিজেকে বাঙালি বলাই পছন্দ করেন তিনি। জানিয়েছেন, মাছ-ভাত ছাড়া তাঁর চলে না।
অন্যদিকে, গড়িয়া স্টেশন এলাকার বাসিন্দা এবং সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সায়ক বিশ্বাস পেয়েছেন ৭০৫। নিট-এ রাজ্যে সম্ভাব্য প্রথম। সায়কের প্রিয় বিষয় পদার্থবিদ্যা। ইচ্ছে ক্যান্সার নিয়ে গবেষণা করার।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে খবর, এবছর নিট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৭০ হাজারের বেশি। সাফল্যের হার সবথেকে বেশি ত্রিপুরা, মহারাষ্ট্রে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)