Neiphiu Rio : মোদি-শাহ-র উপস্থিতিতে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেফু রিও-র
Chief Minister of Nagaland : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি নেতা নেফু রিও
কোহিমা : পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনডিপিপি নেতা নেফু রিও (Neiphiu Rio)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করেন। ৭২-এর রিওকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন টিআর জেলিং ও ওয়াই প্যাটন। রিও মন্ত্রিসভার অন্যান্যরাও শপথ নেন।
Neiphiu Rio sworn in as Chief Minister of Nagaland for the fifth time
— ANI (@ANI) March 7, 2023
PM Modi, Union Home Minister Amit Shah and Nagaland Governor La Ganesan, BJP President JP Nadda and Assam CM Himanta Biswa Sarma witness the oath-taking ceremony in Kohima pic.twitter.com/e9S2gohQoR
সম্প্রতি ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ৩৭টি আসনে জয়লাভ করে এনডিপিপি-বিজেপি জোট। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলও রিও-নেতৃত্বাধীন জোট সরকারকে চিঠি লিখে তাদের সমর্থন জানিয়েছে। সর্বদলীয় এই সরকারে রিও-র নেতৃত্বে পরিচালিত হলেও, প্রাক্তন বিদ্রোহী গোষ্ঠী NSCN (IM)-ও যাতে সীমান্তবর্তী এই রাজ্যে বহু প্রতীক্ষিত শান্তি চুক্তিতে সিলমোহর দেয়, তার জন্য আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
Taditui Rangkau Zeliang and Yanthungo Patton take oath as Deputy chief ministers of Nagaland in Kohima pic.twitter.com/p5H2hzLaeJ
— ANI (@ANI) March 7, 2023
সম্প্রতি নাগাল্যান্ডে ন্য়াশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি ২৫টি আসনে জয়ী হয়েছে। বিজেপি-র ঝুলিতে গিয়েছে ১২টি আসন। বিজেপি এবং এনডিপিপি কেন্দ্রে জোটে রয়েছে। তবে চমকপ্রদ ভাবে সেখানে শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাত প্রার্থীই বিজয়ী হয়েছেন।
এদিকে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে ৬০ বছর আগে স্বীকৃতি মিললেও, এবারই প্রথম মহিলা বিধায়ক পেয়েছে নাগাল্যান্ড। সেখানে বিজেপি-র শরিক দল, ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি থেকে বিজয়ী হন হেখানি জাখালু (MLA Hekhani Jakhalu)। ৪৮ বছর বয়সি হেখানি ডিমাপুর-তৃতীয় কেন্দ্র থেকে প্রার্থী হন। লোক জনশক্তি পার্টির আঝিতো ঝিমোমিকে ১ হাজার ৫৩৬ ভোটে পরাজিত করেন হেখানি (Nagaland Results 2023)।
মেরেকেটে আর এক বছর বাকি পরবর্তী লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024)। তার আগে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে মুঠোয় ধরে রাখতে সফল হয়েছে বিজেপি। নাগাল্যান্ডেও জোট সরকারের শাসনই কায়েম থাকছে।
আরও পড়ুন ; শিক্ষা আমেরিকায়, মোটা বেতনের চাকরি ছেড়ে রাজনীতিতে, ৬০ বছরে প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড