Nepal Landslide: ভয়াবহ ধস, ৬৩ জন যাত্রীকে নিয়ে ফুঁসে ওঠা নদীতে গিয়ে পড়ল ২টি বাস !
Landslide in Nepal : রাস্তা দিয়ে যাচ্ছিল ৬৩ জন যাত্রীবাহী দু'টি বাস। ধসের জেরে ফুঁসে ওঠা ত্রিশূলা নদীতে গিয়ে পড়ে বাস দু'টি।
কাঠমাণ্ডু : বড়সড় ধস । ফুঁসে ওঠা নদীর জলে তলিয়ে গেল যাত্রীবাহী বাস। মধ্য নেপালে এমনই ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে আসছে। মদন-আশ্রিত জাতীয় সড়কে ধস নামে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ৬৩ জন যাত্রীবাহী দু'টি বাস। ধসের জেরে ফুঁসে ওঠা ত্রিশূলা নদীতে গিয়ে পড়ে বাস দু'টি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, ফেঁসে ওঠা ত্রিশূলায় বাস দু'টি ভেসে যাওয়ায় উদ্ধারকাজ ও তল্লাশি অভিযানে সমস্যা হচ্ছে।
চিতওয়ানের জেলার চিফ অফিসার ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'প্রাথমিক তদন্তে উঠে আসছে দু'টি বাসে চালকদের নিয়ে মোট ৬৩ জন ছিলেন। ভোররাত সাড়ে ৩টে নাগাদ ধসের জেরে বাসগুলি উল্টে পড়ে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তল্লাশি অভিযান চলছে। অনবরত বৃষ্টি হওয়ায় আমাদের তল্লাশি অভিযানে সমস্যা হচ্ছে। '
#WATCH | Rescue and search operation underway after two buses carrying around 63 passengers were swept away into the Trishuli River due to a landslide on the Madan-Ashrit Highway in Central Nepal this morning.
— ANI (@ANI) July 12, 2024
(Source: Nepali Army's 'X' handle) pic.twitter.com/hMcwRVaogi
প্রসঙ্গত, নেপালের প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, কাঠমাণ্ডুগামী অ্যাঙ্জেল বাস ও গণপতি ডিলাক্সে এই দুর্ঘটনা ঘটে।
এক্স হ্যান্ডেলে ঘটনা প্রসঙ্গে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল লেখেন, 'নারায়ণগড়-মুগলিন রোড দিয়ে যাওয়ার সময় ধসের মুখে পড়ে বাস। যার পর থেকে প্রায় ৫ ডজন যাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় আমি দুঃখিত। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে বন্যা এবং ধসের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আমি মর্মাহত। হোম অ্যাডমিনিস্ট্রেশন-সহ সরকারি সমস্ত সংস্থাকে বলছি, তল্লাশি চালিয়ে যাত্রীদের উদ্ধার করতে।'
नारायणगढ-मुग्लिन सडकखण्डको सिमतालमा पहिरोले बस बगाउँदा झण्डै पाँच दर्जन यात्रु बेपत्ता एवं देशका विभिन्न भागमा बाढी पहिरोका कारण भएको धनजनको क्षतिप्रति गहिरो दुख व्यक्त गर्दछु। यात्रुहरूको खोजी एवं प्रभावकारी उद्धारका लागि गृह प्रशासन लगायत सरकारका सबै निकायलाई निर्देशित गर्दछु।
— ☭ Comrade Prachanda (@cmprachanda) July 12, 2024এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঠমাণ্ডু থেকে চিতওয়ানের ভরতপুরগামী সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।